কাউন্টার কি? কাউন্টার কত প্রকার ও কী কী?

Electronics

কাউন্টার কি বা কাকে বলে? (What is called Counter in Bengali/Bangla?)

কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, যা তার ইনপুটে দেয়া পালসের সংখ্যা গণনা করতে পারে। কিছু সংখ্যক ফ্লিপ ফ্লপ একসাথে সংযুক্ত করে কাউন্টার তৈরি করা হয়। কাউন্টার দিয়ে ভিন্ন ভিন্ন অবস্থা গণনা করা হয়।

 

কাউন্টারের ব্যবহার (Application of Counter)

যে সকল যন্ত্রপাতিতে ডিজিটাল লজিক বিদ্যমান তার প্রায় সবগুলোতেই বিভিন্ন কারণে কাউন্টার ব্যবহৃত হয়।

১। ইভেন্ট গণনার কাজে।

২। বিভিন্ন টাইমিং সিগন্যাল প্রদানের কাজে।

৩। ডিজিটাল ইলেকট্রনিক্সের বিভিন্ন অপারেশন কন্ট্রোল করতে।

৪। এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করতে।

৫। ক্লক পালসের গণনার কাজে।

৬। ডিজিটাল ঘড়িতে।

৭। ডিজিটাল কম্পিউটারে।

৮। ফ্রিকোয়েন্সি কাউন্টার তৈরিতে।

 

কাউন্টার কত প্রকার ও কী কী? (How many types of Counter?)

কাউন্টার প্রধানত দুই প্রকার। যথা: ১) অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং ২) সিনক্রোনাস কাউন্টার।

১. অ্যাসিনক্রোনাস কাউন্টার : অ্যাসিনক্রোনাস কাউন্টারে সবগুলো ফ্লিপ ফ্লপ একই সাথে ক্লক ইনপুট পায় না অর্থাৎ এতে কোনো সাধারণ ক্লক ইনপুট থাকে না।

২. সিনক্রোনাস কাউন্টার : সিনক্রোনাস (Synchronous) কাউন্টার : যে কাউন্টারে একটিমাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত সবগুলো ফ্লিপ-ফ্লপ এর অবস্থার (State) পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলা হয়। সিনক্রোনাস কাউন্টারে সবগুলো কাউন্টার একটি সাধারণ ক্লক ইনপুট দ্বারা যুক্ত থাকে।

অ্যাসিনক্রোনাস কাউন্টার আবার কয়েক প্রকার। যথা:

ক. রিপল কাউন্টার

খ. জনসন কাউন্টার

গ. রিং কাউন্টার।

সিনক্রোনাস কাউন্টার আবার দুই প্রকার। যথা:

ক. আপ কাউন্টার

খ. ডাউন কাউন্টার।

 

কাউন্টারের গঠন

রিপল কাউন্টার (Ripple Counter)

সবচেয়ে সহজ ও সরল কাউন্টার হলো বাইনারি রিপল কাউন্টার। রিপল কাউন্টার হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার। এক্ষেত্রে প্রত্যেকটি ফ্লিপ-ফ্লপ এর আউটপুট দ্বারা তার পাশের ফ্লিপ-ফ্লপকে ট্রিগারিং (Triggering) করে। অর্থাৎ একটি ফ্লিপ-ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ-ফ্লপের ক্লক সিগনাল হিসেবে কাজ করে। n বিট বাইনারি রিপল কাউন্টার n সংখ্যক ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যেখানে ফ্লিপ-ফ্লপগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে।

 

 

Tags :

  • কাউন্টার কি কি কাজে ব্যবহার করা হয়?
  • কাউন্টার কোথায় ব্যবহার করা হয়?
  • কাউন্টার ব্যবহার করা হয় কিসে
  • কাউন্টার কাকে বলে ict
  • কাউন্টার এর কাজ কি?
  • অ্যাসিনক্রোনাস কাউন্টার কত প্রকার
  • রেজিস্টার কি
  • ডিকোডার কি
  • রিপল কাউন্টার কি
  • অ্যাসিনক্রোনাস কাউন্টার কি
  • কাউন্টার ম্যান এর কাজ কি
  • ফ্লিপ ফ্লপ কি
  • এসিনক্রোনাস কাউন্টার
  • প্রোগ্রাম কাউন্টার কি
  • Latch কি
  • জনসন কাউন্টার কি
  • কাউন্টার বলতে কি বুঝায়?
  • কোনটি এসিনক্রোনাস কাউন্টার?
  • রেজিস্টার কত বিটের হয়?
  • রেজিস্ট্যান্স কত প্রকার ও কী কী?
  • রেজিস্টার প্রধানত কত প্রকার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *