HomePhysicsকাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? কাজের একক কি?

কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? কাজের একক কি?

কাজ কি বা কাকে বলে? (What is Work in Bengali/Bangla?)

কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজ = F.S হেলানো তল এর ক্ষেত্রে কাজ = FScosθ [যেখানে 0≤θ≤180]

কাজ প্রধানত দুই প্রকার। যথা–

  • ধনাত্মক কাজ
  • ঋণাত্মক কাজ

১। ধনাত্মক কাজ : কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর সরণ হয় অথবা বলের দিকে সরণের উপাংশ থাকে তবে ওই বল দ্বারা কৃত কাজের ধনাত্মক কাজ বা বল দ্বারা কাজ বলে।

২। ঋণাত্মক কাজ : কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটলে বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকলে যে কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলে।

 

শূন্য কাজ কাকে বলে?

বল প্রয়োগে যদি কোন বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয়, তবে সেই বলের দ্বারা কোন কাজই হয় না। একেই শূন্যকাজ বলা হয়।

 

কাজের সাধারণ ধর্ম (General properties of work)

দৈনন্দিন জীবনের কাজের সাথে পদার্থবিজ্ঞানের ধারণার অনেক ব্যবধান রয়েছে। উদাহরণস্বরূপ – কোন বস্তুকে দুহাতে আঁকড়ে উপরে তুলে আবার যেখান থেকে তোলা হলো সেখানে নামিয়ে রাখলে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কাজের পরিমাণ হবে শূন্য।

অথচ আমাদের ধারণা অনুযায়ী আমরা এটাকে কাজই বলব। কারণ এর মাধ্যমে উত্তোলনকারী ক্লান্ত ও ঘর্মাক্ত হতে পারে। পদার্থের ভাষায়, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলই কাজ।

 

কাজের একক (Unit of Work)

বলের একককে দূরত্বের একক দিয়ে গুণ করলে কাজের একক পাওয়া যায়। যেহেতু বলের একক নিউটন (N) এবং দূরত্বের একক হলো মিটার (m), সুতরাং কাজের একক হবে নিউটন মিটার (Nm)। একে জুল বলা হয়।

 

50 J কাজ বলতে কী বুঝায়?

1N বল প্রয়োগের ফলে যদি বলের দিকে কোন বস্তুর সরণ 50 m হয়, তাহলে সম্পন্ন কাজের পরিমাণকে 50 J বলে।

 

কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য কি? (What is the difference between work and power?)

কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–

কাজ (Work)

  • কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে।
  • কাজ পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয় না।
  • কাজ = বল × সরণ

ক্ষমতা (Power)

  • কোনো ব্যক্তি বা উৎস দ্বারা সম্পাদিত কাজের হারই হলো ক্ষমতা।
  • ক্ষমতা পরিমাপ করতে সময়ের প্রয়োজন হয়।
  • ক্ষমতা = কাজ/সময়।

 

এ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ–

১। এক জুল কাজ কাকে বলে?

উত্তর : এক নিউটন বল প্রয়োগে বস্তুর সরণ এক মিটার হলে সম্পন্ন কাজকে এক জুল কাজ বলে।

 

Tags :

  • কাজ কি বা কাকে বলে?
  • কাজের মান কখন সর্বোচ্চ হয়?
  • কাজের সংজ্ঞা কি?
  • ধনাত্মক ও ঋণাত্মক কাজ কী?
  • সমান বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না কেন?
  • ঋণাত্মক কাজ কাকে বলে
  • পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ কি
  • ঋণাত্মক কাজের শর্ত কি
  • কাজের একক ও মাত্রা নির্ণয়
  • শক্তি কাকে বলে
  • ঋনাত্মক কাজ এর উদাহরণ
  • ঋনাত্মক কাকে বলে
  • ক্ষমতা কাকে বলে
  • ধনাত্মক ও ঋণাত্মক কাজের পার্থক্য
  • কৃতকাজ কাকে বলে
  • কাজ কত প্রকার ও কি কি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments