কারেন্ট ট্রান্সফরমার ও পোটেনশিয়াল ট্রান্সফরমার কাকে বলে?

কারেন্ট ট্রান্সফরমার কাকে বলে?

শুধুমাত্র কারেন্ট পরিমাপের জন্য ইন্সট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তাকে কারেন্ট ট্রান্সফরমার (Current Transformer) বা সিটি বলে।

কারেন্ট ট্রান্সফরমার ল্যামিনেটেড কোর দ্বারা তৈরি। কোরগুলো সিলিকন স্টীলের হয়ে থাকে। এর মধ্যে দু’টি কয়েল থাকে। একটি প্রাইমারি কয়েল এবং অপরটি সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল খুব মোটা তার দিয়ে তৈরি করা হয় এবং কমসংখ্যক প্যাঁচ থাকে। এটি লাইনের সাথে সিরিজে সংযোগ থাকে। কিন্তু সেকেন্ডারি কয়েল সরু হয় এবং বহুসংখ্যক প্যাঁচ থাকে। সেকেন্ডারি কয়েলের সাথে সিরিজে লো-রেঞ্জের অ্যামিটার সংযোগ হয় এবং সংযোগ প্রান্তের অপর প্রান্তটি আর্থিং করতে হয়। অ্যামিটারের রেঞ্জ 0 – 1A বা 0 – 5A পর্যন্ত হয়।

 

পোটেনশিয়াল ট্রান্সফরমার কাকে বলে?

শুধুমাত্র ভোল্টেজ পরিমাপের জন্য ইন্সট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়, তাকে পোটেনশিয়াল ট্রান্সফরমার বলে। এটি সঠিক অনুপাতবিশিষ্ট এক ধরনের স্টেপ ডাউন ট্রান্সফরমার।

পোটেনশিয়াল ট্রান্সফরমারে দু’টি কয়েল থাকে। একটি প্রাইমারি কয়েল এবং অপরটি সেকেন্ডারি কয়েল। প্রাইমারি প্যাচের সংখ্যা সেকেন্ডারি প্যাচের সংখ্যা থেকে বেশি হয়। সেকেন্ডারি কয়েলের সাথে প্যারালালে একটি ভোল্টমিটার সংযোগ করে এটির অপর প্রান্তে আর্থ করতে হয়। এর সেকেন্ডারি ভোল্টেজ 110v হতে 150v হয়ে থাকে।

 

Tags :

  • কারেন্ট ট্রান্সফরমার কী ধরনের ট্রান্সফরমার?
  • কারেন্ট ট্রান্সফরমারের কাজ কী?
  • কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কারেন্ট সাধারণত কত ধরে ডিজাইন করা হয়?
  • কারেন্ট ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাঁচের সংখ্যা সেকেন্ডারি কয়েলের চেয়ে কম না বেশি হয়?
  • কারেন্ট ট্রান্সফরমারকে সংক্ষেপে কী বলে?
  • সিটির সেকেন্ডারি সাইডে অ্যামিটার, ওয়াট মিটার ও এনার্জিমিটার কীভাবে সংযোগ থাকে?

 

Leave a Comment