HomePhysicsচাপ কাকে বলে? চাপের মাত্রা ও একক কি?

চাপ কাকে বলে? চাপের মাত্রা ও একক কি?

চাপ কাকে বলে? (What is called Pressure in Bengali/Bangla?)

কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ (Pressure) বলে। যদি লম্বভাবে প্রযুক্ত বল F এবং ক্ষেত্রফল A হয় তাহলে চাপ P হবে P = F/A। চাপ একটি স্কেলার রাশি।

একে P দ্বারা প্রকাশ করা হয়। চাপের SI একক Nm-2 বা প্যাসকেল (Pa) এবং মাত্রা ML-1T-2।

1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে প্রয়োগ করলে যে চাপ দেয় তাকে এক প্যাসকেল (Pascal)।

 

চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

যে সব বিষয়ের উপর চাপ নির্ভরশীল :

১. বিন্দুর গভীরতা : বিন্দুর গভীরতা যত বেশি হবে চাপ তত বৃদ্ধি পাবে।

২. তরলের ঘনত্ব : ঘনত্ব বৃদ্ধি পেলে চাপ বাড়বে।

৩. অভিকর্ষজ ত্বরণ : যেখানে অভিকর্ষজ ত্বরণ বেশি সেখানে চাপ বেশি হবে।

 

চাপ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তর

১। চাপের প্রতীক কি?

উত্তর : p বা P।

২। চাপের এস.আই একক কি?

উত্তর : Nm-2 বা প্যাসকেল (Pa)।

৩। চাপের মাত্রা কি? (What is dimension of pressure?)

উত্তর : ML-1T-2।

৪। এক প্যাসকেল = কত?

উত্তর : 1Nm-2।

৫। বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে কীসের একক পাওয়া যায়?

উত্তর : চাপ।

৬। পৃথিবী পৃষ্ঠে বাতাসের চাপ কত?

উত্তর : পৃথিবী পৃষ্ঠে বাতাসের চাপ 1 atm।

৭। বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত?

উত্তর : বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হলো 76cm পারদস্তম্ভ চাপের সমান।

৮। তরলের চাপের পরিমাণ কী হবে?

উত্তর : গভীরতার সমানুপাতিক।

৯। কোথায় বাতাসের চাপ নেই?

উত্তর : মহাকাশে।

১০। চাপ একটি স্কেলার রাশি কেন?

উত্তর : চাপ একটি স্কেলার রাশি। যে সকল রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই সেগুলো স্কেলার রাশি। চাপ যদিও দুটি ভেক্টর রাশি বল এবং ক্ষেত্রফল ভেক্টরের অনুপাত তবুও চাপ একটি স্কেলার রাশি।

একটি তরল বা বায়বীয় পদার্থের ওপর যখন চাপ প্রয়োগ করা হয় তখন এটি কোনো নির্দিষ্ট দিকের উপর নির্ভর করে না, বরং সবদিকেই সমভাবে সঞ্চারিত হয়। তাই চাপ একটি স্কেলার রাশি।

১১। কোনো পৃষ্ঠে চাপ 50 Pa বলতে কী বোঝায়?

উত্তর : আমরা জানি, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। সুতরাং কোনো পৃষ্ঠে চাপ 50 Pa বলতে বোঝায়, 1 বর্গমিটার ক্ষেত্রফলের ওপর লম্বভাবে 50 N বল প্রযুক্ত হচ্ছে।

১২। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপ হ্রাস পায় কেন?

উত্তর : বায়ু একটি প্রবাহী পদার্থ। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের ওপর। সমুদ্র সমতল থেকে যত ওপরে ওঠা যায়, বায়ু স্তম্ভের ওজন ও ঘনত্ব তত হ্রাস পায়। এজন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কমে অর্থাৎ ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে।

১৩। তরলের চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক কি?

উত্তর : আমরা জানি, তরলের চাপ, P = উচ্চতা × ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ

যেহেতু ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক,

তাই তরলের চাপ ∝ উচ্চতা

অর্থাৎ তরলের চাপ উচ্চতার সমানুপাতিক।

১৪। তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ বলতে কী বোঝায়?

উত্তর : তরল পদার্থের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ বলতে ঠিক ঐ বিন্দুর চারিদিকে অনুভূমিক তলে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে তরল যে বল প্রয়োগ করে তাকে বোঝায়।

 

Tags :

CGS পদ্ধতিতে চাপের একক কি?; চাপের একক নির্ণয় কর; বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কি?; চাপ কি রাশি?; চাপ ক্ষেত্রফল; তরলের চাপ কাকে বলে?; চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?; বায়ু চাপের একক কি?; তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে?; তরলের চাপের বৈশিষ্ট্য কী কী?; Atm কিসের একক?; চাপ কাকে বলে class 8; 1 প্যাসকেল কাকে বলে?;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments