HomeBlogনিউমোনিয়া কি? নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি?

নিউমোনিয়া কি? নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি?

নিউমোনিয়া কি? (What is Pneumonia in Bengali?)

নিউমোনিয়া (Pneumonia) একটি ফুসফুসের রোগ। বেশি পরিমাণে ঠাণ্ডা লাগলে এ রোগ হতে পারে। হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়। শিশু এবং বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ।

 

নিউমোনিয়া রোগের কারণ

নিউমোকক্কাস (Pneumococcus) নামক ব্যাকটেরিয়া এ রোগের অন্যতম কারণ। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে নিউমোনিয়া হতে পারে। এমনকি বিষম খেয়ে খাদ্যনালির রস শ্বাসনালিতে ঢুকলে সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে।

 

নিউমোনিয়া রোগের লক্ষণ

  • ফুসফুসে শ্লেষ্মা-জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়।
  • কাশি ও শ্বাসকষ্ট হয়।
  • দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জ্বর হয়।
  • চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয়, মারাত্মক শ্বাসকষ্ট হয়।

 

নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব

প্রতি বছর প্রায় ৯ লক্ষ ২০ হাজার শিশু এবং বাচ্চা নিউমোনিয়ায় মারা যায়। প্রধানত দক্ষিণ এশিয়া এবং সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকা মহাদেশে নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেশি।

 

নিউমোনিয়া রোগের প্রতিকার

  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা।
  • তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো।
  • বেশি করে পানি পান করানো।

 

নিউমোনিয়া রোগের প্রতিরােধের উপায়

  • ভালোভাবে পরিষ্কার করে হাত ধুতে হবে
  • নিজের প্রতি যত্ন নিতে হবে
  • পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে
  • সুষম খাদ্য গ্রহণ করতে হবে
  • ধূমপান করা যাবে না।
  • অন্যের সামনে হাঁচি/কাশি দেয়া থেকে বিরত থাকতে হবে। হাঁচি/কাশি দেয়ার সময় মুখ হাত দিয়ে ঢাকতে হবে বা রুমাল ব্যবহার করতে হবে।
  • টিকা দিতে হবে। যেমন ইনফ্লুয়েঞ্জার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন খুবই কার্যকর।
  • ডায়াবেটিস,এইডস, পুষ্টিহীনতা ইত্যাদির চিকিৎসা করাতে হবে।

 

নিউমোনিয়া সম্পর্কে আরো কিছু প্রশ্ন:–

১। নিউমোনিয়া মারাত্মক রোগ কেন?

উত্তর : নিউমোনিয়া ব্যাকটেরিয়াজনিত ফুসফুসের একটি রোগ। এ রোগে আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় এবং অনেক বেশি জ্বর হয়। এছাড়া কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। শিশুরা এ রোগে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ।

 

Tags :

  • নিউমোনিয়া কোন অণুজীব ঘটিত রোগ?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments