নিউরন কাকে বলে? নিউরন কেন বিভাজিত হয় না?

নিউরন কাকে বলে? (What is called Neuron in Bengali/Bangla?)

স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে নিউরন (Neuron) বলে। এটি মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। যথা–

১. কোষদেহ

২. প্রলম্বিত অংশ।

কোষদেহ নিউরনের প্রধান অংশ এবং এটি গোলাকার, ডিম্বাকার, মোচাকার, সুচালো প্রভৃতি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোষদেহের ব্যাস ৬ মাইক্রন থেকে ১২০ মাইক্রন পর্যন্ত হতে পারে। কোষদেহ কোষপর্দা, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এ তিনটি অংশ নিয়ে গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না।

 

নিউরন কেন বিভাজিত হয় না?

যে কোনো প্রাণিকোষের বিভাজনের জন্য অন্যতম প্রধান উপাদান হলো কোষে থাকা সেন্ট্রিওল। প্রাণীতে কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওল সেন্ট্রোমিয়ার তৈরি করে বিভাজনকে পরিপূর্ণতা দান করে। নিউরনে নিউক্লিয়াস থাকলেও কোনো সেন্ট্রিওল থাকে না বলেই তা বিভাজিত হয় না।

 

Tags :

  • নিউরনের কাজ
  • নিউরনের প্রকারভেদ
  • নিউরনের বৈশিষ্ট্য
  • নিউরনের গঠন চিত্র
  • নিউরনের ছবি আঁকা
  • নিউরনের সংখ্যা
  • নিউরন কিভাবে কাজ করে
  • নিউরন ও স্নায়ুর মধ্যে পার্থক্য
  • নিউরনের কোষদেহ কে কি বলে
  • সোয়ান কোষ কি
  • নিউরোনের বিভিন্ন অংশ

Leave a Comment