বৈদ্যুতিক মোটর কাকে বলে? বৈদ্যুতিক মোটর কত প্রকার?

যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর (Electric Motor) বলে। বৈদ্যুতিক মোটর দুই প্রকার। যথা:

১. একমুখী প্রবাহ মোটর বা ডি. সি. মোটর

২. পরিবর্তী প্রবাহ মোটর বা এ. সি. মোটর

চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোন পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী ঘুরতে থাকে। এই নীতির উপর ভিত্তি করে তৈরি।

বৈদ্যুতিক পাখা, পাম্প, কম্পিউটার, বৈদ্যুতিক ট্রেন, ক্যাসেট প্লেয়ার রোলিং মিল, কম্প্রেসর ইত্যাদি যন্ত্রে বৈদ্যুতিক মোটর ব্যবহৃত হয়।

 

বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য কি? (What is difference between Electric motor and Generator?)

বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ–

বৈদ্যুতিক মোটর (Electric Motor)

  • যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে বৈদ্যুতিক মোটর বলে।
  • তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়।
  • বৈদ্যুতিক পাখা, পাম্প প্রভৃতি যন্ত্রে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়।

জেনারেটর (Generator)

  • যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলে।
  • তড়িৎবাহী আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়।
  • ঘরবাড়ি, অফিস আদালতে বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবহার করা হয়।

 

এ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তরঃ–

প্রশ্ন-১. মোটরের স্টার্টার কাকে বলে?

উত্তর : মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য যে কন্ট্রোল যন্ত্র ব্যবহার করা হয় তাকে মোটরের স্টার্টার বলে। অন্যভাবে বলা যায়, মোটরের আর্মেচার রেজিস্ট্যান্স বৃদ্ধি করে কারেন্টের মান নিরাপদ সীমার মধ্যে রাখার জন্য আর্মেচারের সাথে সিরিজে যে পরিবর্তনশীল রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় তাকে স্টার্টার বলে।

 

প্রশ্ন-২. ফ্লেমিংয়ের বামহাতি নিয়ম কি?

উত্তর : মোটরের ঘূর্ণনের দিক নির্ণয়ের জন্য ফ্লেমিং একটি নিয়ম উদ্ভাবন করেন। এই নিয়মকে ফ্লেমিংয়ের বামহাতি নিয়ম বলে।

ফ্লেমিংয়ের বামহাতি নিয়মঃ বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমাগুলো পরস্পরের সাথে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ফ্লাক্সের দিক এবং মধ্যমাগুলো পরিবাহী তারের কারেন্ট প্রবাহের দিক নির্দেশ করে। তবে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণন দিক নির্দেশ করবে।

 

প্রশ্ন-৩. তড়িৎ মোটর কি?

উত্তর : তড়িৎ মোটর হচ্ছে একটি যন্ত্র, যার সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।

 

প্রশ্ন-৪. তড়িৎ মোটর কত প্রকার ও কি কি?

উত্তর : তড়িৎ মোটর দুই প্রকার। যথা– ১. এসি মোটর ও ২. ডিসি মোটর।

 

প্রশ্ন-৫. কম্যুটেটর কাকে বলে? কম্যুটেটরের কাজ কি?

উত্তর : যে ডিভাইসের মাধ্যমে এসিকে ডিসিতে রূপান্তর করা হয় তাকে কম্যুটেটর বলে। কম্যুটেটরের প্রধান কাজ হলো অল্টারনেটিং কারেন্ট (এসি)-কে ডাইরেক্ট কারেন্ট (ডিসি)-তে রূপান্তরিত করা।

 

Tags :

বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে?

বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে?

এসি ও ডিসি মোটর কাকে বলে?

ইন্ডাকশন মোটর কাকে বলে?

মোটরের বিভিন্ন অংশের নাম কি কি?

এসি মোটর কিভাবে কাজ করে?

ডিসি মোটরের কার্যপ্রণালী

মোটরের মূলনীতি

এসি মেশিন কাকে বলে

বৈদ্যুতিক মোটরের মূলনীতি কি

মোটর গরম হওয়ার কারন

মোটর এর বিভিন্ন অংশ

বৈদ্যুতিক মোটরের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়

Leave a Comment