ভোল্টমিটার কি? ভোল্টমিটার কত প্রকার? ভোল্টমিটার এর কাজ কি?

ভোল্টমিটার (Voltmeter) একটি ইলেকট্রিক্যাল যন্ত্র, যার সাহায্যে বর্তনীর যেকোনাে দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভােল্ট এককে পরিমাপ করা যায়। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভােল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। এই যন্ত্রে একটি গ্যালভানােমিটার থাকে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানাে থাকে। সূচকটি ভােল্ট এককে দাগাঙ্কিত একটি স্কেলের উপর ঘুরতে পারে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হয় ভােল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতাে ভােল্টমিটারেও দুটি সংযােগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালাে রঙের হয়।

 

ভোল্টমিটার কত প্রকার ও কি কি? (How Many Types of Voltmeter?)

ভোল্টমিটার প্রধানত তিন প্রকার। যথা –

(ক) মুভিং আয়রণ ভোল্টমিটার :

(১) অ্যাট্রাকশন টাইপ; [ডিসিতে ব্যবহৃত হয়।]

(২) রিপালশন টাইপ। [এসি ও ডিসি উভয়ক্ষেত্রে ব্যবহৃত হয়।]

(খ) মুভিং কয়েল ভোল্টমিটার :

(১) পারমানেন্ট ম্যাগনেট টাইপ; [শুধু এসিতে ব্যবহৃত হয়।]

(২) ডায়নামোমিটার টাইপ [এসি ও ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।]

(গ) ইন্ডাক্টশন টাইপ ভোল্টমিটার [শুধু এসিতে ব্যবহৃত হয়।]

 

Tags :

  • ভোল্টমিটার দিয়ে কি মাপা হয়
  • ভোল্টমিটার কিভাবে সংযোগ দেওয়া হয়
  • ভোল্টমিটার কিভাবে কাজ করে
  • ভোল্ট মিটার লোডের সাথে কিভাবে সংযোগ করা হয়
  • ভোল্টমিটার শান্টিং ইফেক্ট কি

Leave a Comment