রিলে (Relay) কি? রিলের কাজ কি?

রিলে (Relay) একটি বিশেষ ধরনের প্রটেকটিভ ডিভাইস (Protective Device), যা বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি শনাক্ত করে, সার্কিট ব্রেকার অপারেশনে সহায়তা করে এবং ত্রুটিপূর্ণ অংশকে ভালো হতে আলাদা করতে সাহায্য করে। রিলেকে বৈদ্যুতিক সিস্টেমের নীরব প্রহরী বলা হয়। রিলের ৫টি অংশ। যথা: ১. ইলেকট্রোম্যাগনেট, ২. আর্মেচার কয়েল, ৩. কন্টাক্ট, ৪. স্প্রিং, ৫. AC/DC supply.

 

রিলের কাজ (Functions of Relay)

১. এটি ডিভাইস প্রটেকশনে সাহায্য করে।

২. সার্কিটের নিয়ন্ত্রণে কাজ করে।

৩. মোটর ওভার লোড থেকে রক্ষা করে।

 

রিলের ব্যবহার (Use of Relay)

নিচে রিলের ব্যবহার তুলে ধরা হলোঃ

  • রিমোট কন্ট্রোল সিস্টেমে এটি ব্যবহার করা হয়।
  • এটি ব্যবহার করে এলার্ম তৈরি করা যায়।
  • টেলিফোন শিল্পে এর ব্যবহার রয়েছে।
  • ফটো রিলে দিয়ে ডোর কন্ট্রোল সার্কিট তৈরি করা যায়।

 

Tags :

  • রিলে বলতে কী বোঝায়?
  • রিলের কাজ কী?
  • রিলেকে সার্কিটের অতন্দ্র প্রহরী বলা হয় কেন?
  • রিলের কোন ডিভাইসের সাথে যুক্ত থাকে বা কোন ডিভাইসের অপারেট করে?
  • রিলে কার্যকরী করতে ব্যবহৃত বিদ্যুৎ উৎস এসি না ডিসি?

Leave a Comment