লিগ্যান্ড কাকে বলে? লিগ্যান্ড কত প্রকার ও কি কি?

Chemistry

জটিল যৌগ গঠনের সময় অবস্থান্তর ধাতু বা আয়ন নিঃসঙ্গ ইলেকট্রনযুক্ত অপর কোন পরমাণু বা আয়ন বা অণুর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রদানকারী পরমাণু বা আয়ন বা যৌগকে দাতা বা লিগ্যান্ড বলে। যেমনঃ NH₃ ; OH- ; CN- ; H₂O ইত্যাদি।

 

লিগ্যান্ড এর শ্রেণীবিভাগ

লিগ্যান্ডকে তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ–

১. মনোডেনটেট বা একদন্তী লিগ্যান্ড।

২. ডাইডেনটেট বা দ্বিদন্তী লিগ্যান্ড।

৩. পলিডেনটেট লিগ্যান্ড।

১. মনোডেনটেট বা একদন্তী লিগ্যান্ডঃ যে লিগ্যাড কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সাথে একটি মাত্র সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে মনোডেনটেট বা একদন্তী লিগ্যান্ড বলে। যেমনঃ NH₃, CO, CN- ইত্যাদি।

২. ডাইডেনটেট বা দ্বিদন্তী লিগ্যান্ডঃ যেসব লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সাথে দুটি সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হতে পারে তাদেরকে ডাইডেনটেট বা দ্বিদন্তী লিগ্যান্ড বলা হয়। যেমনঃ ইথিলিন ডাই অ্যামিন, ইথেন ডাই অয়েট আয়ন (-OOC -COO-) ইত্যাদি।

৩. পলিডেনটেট লিগ্যান্ডঃ যেসব লিগ্যান্ড কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সাথে দুই এর অধিক সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তাদেরকে পলিডেনটেট লিগ্যান্ড বলা হয়। যেমনঃ EDTA.

 

কতিপয় লিগ্যান্ড এর নাম ও সংকেত

লিগ্যান্ড এর নাম ও সংকেত নিম্নরূপঃ

অ্যাকুয়া (H₂O), অ্যামমিন (NH₃), কার্বনিল (CO), হাইড্রক্সো (OH-), ক্লোরো (Cl-) , সায়ানো (CN-), নাইট্রো (NO₂-), থায়োসায়ানেটো (SCN-), সালফেটো (SO₄²-), অক্সালেটো (C₂O₄²- ) ইত্যাদি।

 

Tags :

  • প্রশম লিগ্যান্ড কি?
  • লিগান্ড কত প্রকার?
  • লিগ্যান্ড রূপে H2O এর নাম কোনটি?
  • লিগ্যান্ড সংখ্যা নির্ণয়
  • ধনাত্মক লিগ্যান্ড কাকে বলে?
  • দুর্বল লিগ্যান্ড কি?
  • জটিল যৌগের উদাহরণ
  • চিলেট যৌগ উদাহরণ
  • লিগ্যান্ড এর জারণ মান
  • সন্নিবেশ জটিল যৌগ লেখার নিয়ম কয়টি
  • নিরপেক্ষ লিগ্যান্ড এর উদাহরণ
  • ভার্নারের তত্ত্ব
  • Nh3 একটি লিগ্যান্ড ব্যাখ্যা কর
  • দ্বিদন্তী লিগ্যান্ড
  • অ্যামোনিয়া একটি লিগ্যান্ড কেন?
  • সবল লিগ্যান্ড উদাহরণ
  • H2o একটি লিগ্যান্ড ব্যাখ্যা কর
  • শক্তিশালী লিগ্যান্ড কি কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *