আপনি কি আপনার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে চান, কিন্তু হোস্টিং খুঁজতে হয়রান? আসলে, এখন বিশ্বে এত বেশি হোস্টিং কোম্পানি রয়েছে যে একটি ভালো পরিষেবা খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়েছে। এই সমস্ত সমস্যা এবং অনুসন্ধানের অবসান ঘটাতেই আজকের এই ব্লগ। এই ব্লগে আপনি সেরা ১০ ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে জানতে পারবেন, যেখান থেকে আপনি সেরা ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজে পেতে পারেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই জেনে নি হোস্টিং কি?
হোস্টিং কি? (What is Hosting in Bengali/Bangla?)
অনেকেই ডোমেইন কি তা জানেন কিন্তু হোস্টিং কি তা জানেন না। আপনি একটি ডোমেইন কিনলেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা নাম কিনলেন। ডোমেইন রেজিষ্ট্রেশন করে রেখে দিলে আপনার ওয়েবসাইটটি অনলাইনে দেখা যাবে না হবে। আপনার ওয়েবসাইটটি Visible করার জন্য ওয়েবফাইগুলো (যেমন, HTML, PHP, Image, Video ইত্যাদিসহ বিভিন্ন কন্টেন্ট) রাখার জন্য একটা জায়গা দরকার। আপনার ওয়েবসাইটের এই কন্টেন্টগুলো এমন একটা পিসিতে রাখতে হবে যা ২৪ ঘন্টা চালু বা অনলাইনে থাকবে। আপনার সাইটটির হোস্ট করা পিসি চালু থাকলেই কেবল ভিসিটররা আপনার ওয়েবসাইটি দেখতে পাবে। আর এই সেবাগুলো দিয়ে থাকে হোস্টিং কোম্পানিগুলো। অর্থাৎ কোন ওয়েবসাইট যে জায়গা জুড়ে থাকবে সেটাই ঐ ওয়েবসাইটের হোস্টিং। হোস্টিং এর জায়গা যত বেশি হবে তত বেশি কন্টেন্ট রাখা যাবে। হোস্টিংকে সার্ভারও বলা হয়। আবার কখন কখনো ওয়েব সার্ভারও বলা হয়।
১. Bluehost
Bluehost একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং কোম্পানি যা শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ভিপিএস হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং সহ একাধিক হোস্টিং পরিষেবা সরবরাহ করে।
সুবিধা :
- ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
- ডেইলি ব্যাকআপ এবং ডাটা রিকোভারি সিস্টেম
- DDoS সুরক্ষা
- দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন সাপোর্ট।
- ৩০ দিন মানিব্যাক গ্যারান্টি।
২. Hostinger
Hostinger একটি ওয়েব হোস্টিং কোম্পানি যা ওয়েব হোস্টিং পরিষেবা, ডোমেন নাম, ইমেল হোস্টিং, Website builders এবং SSL Certificate অফার করে।
Hostinger ওয়েবসাইট, ব্লগ, অনলাইন স্টোর, ই-কমার্স সাইট এবং আরও অনেক কিছু তৈরি করতে ব্যবহৃত হয়। আপনি যদি একটি ওয়েবসাইট, ব্লগ, অনলাইন স্টোর, বা ই-কমার্স সাইট শুরু করতে চান তাহলে Hostinger একটি উপযুক্ত জায়গা।
সুবিধা :
- ফ্রি ডোমেইন
- ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন
- ফ্রি SSL সার্টিফিকেট
- 24/7 কাস্টমার সাপোর্ট
- 30-দিনের মানি-ব্যাক গ্যারান্টি
- 1-ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন
৩. HostGator
HostGator একটি সেরা ওয়েব হোস্টিং কোম্পানি যা শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ডোমেন নাম এবং SSL সার্টিফিকেট প্রদান করে। বর্তমানে ২মিলিয়নের ওয়েবসাইট হোস্ট করা হয়েছে।
সুবিধা :
- ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
- মানি ব্যাক গ্যারান্টি – বেশিরভাগ হোস্টিং কোম্পানি 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি অফার করে কিন্তু হোস্টগেটর 45 দিনের মানি ব্যাক গ্যারান্টি দেয়।
- 24/7 লাইভ চ্যাট সাপোর্ট, ফোন সাপোর্ট।
- ফ্রি এসএসএল।
- ফ্রি মাইগ্রেশন।
- ফ্রি কন্ট্রোল প্যানেল।
৪. DreamHost
DreamHost আরো একটি সেরা ওয়েব হোস্টিং কোম্পানি যা ওয়েব হোস্টিং পরিষেবা, ডোমেইন নাম, Website Builder, ইমেল হোস্টিং এবং প্রো পরিষেবাগুলি অফার করে। DreamHost ওয়েবসাইট, ব্লগ, অনলাইন স্টোর, ই-কমার্স সাইট এবং আরও অনেক কিছু তৈরি করতে ব্যবহৃত হয়। আপনি যদি একটি ওয়েবসাইট, ব্লগ, অনলাইন স্টোর বা ই-কমার্স সাইট শুরু করতে চান, তাহলে ড্রিমহোস্ট এটি করার জন্য উপযুক্ত জায়গা। DreamHost বিশ্বব্যাপী লক্ষ লক্ষ গ্রাহকদের দ্বারা বিশ্বস্ত। 1.5 মিলিয়নেরও বেশি ওয়েবসাইট রয়েছে যা ওয়েব হোস্টিংয়ের জন্য DreamHost বেছে নেয়।
সুবিধা :
- ওয়েবসাইট Builder : আপনার সাইট তৈরি করার জন্য DreamHost এর প্রচুর ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম রয়েছে। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি WordPress.
৯. InMotion Hosting
InMotion হোস্টিং একটি ফাস্ট, স্কেলএ্যাবল ওয়েব হোস্টিং প্রোভাইডার যা সারা বিশ্ব জুড়ে ব্যবসা এবং উদ্যোক্তাদের ওয়েব হোস্টিং, ক্লাউড-ভিত্তিক সমাধান এবং পরিচালিত পরিষেবা প্রদান করে। এটি নিরাপদ এবং নির্ভরযোগ্য উচ্চ-পারফরম্যান্স হোস্টিং পরিষেবা প্রদান করে। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এতে 170,000+ গ্রাহক এবং 350+ বিশেষজ্ঞ দলের সদস্য রয়েছে।
InMotion হোস্টিং বিশ্বের দ্রুত এবং নিরাপদ ওয়েব হোস্টিং কোম্পানি।
InMotion হোস্টিং আরেকটি জনপ্রিয় ওয়েব হোস্টিং কোম্পানি যা সারা বিশ্ব জুড়ে ব্যবসা এবং উদ্যোক্তাদের ওয়েব হোস্টিং, ক্লাউড-ভিত্তিক পরিষেবা প্রদান করে। এটি নিরাপদ এবং নির্ভরযোগ্য উচ্চ-পারফরম্যান্স হোস্টিং পরিষেবা প্রদান করে। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এতে 170,000+ গ্রাহক এবং 350+ বিশেষজ্ঞ দলের সদস্য রয়েছে।
ইনমোশন হোস্টিং এর মূল বৈশিষ্ট্য (Key Features of InMotion Hosting)
- ফ্রি ডোমেইন নেম
- ফ্রি SSL সার্টিফিকেট
- ফ্রি ওয়েবসাইট ব্রিডিং
- Unmetered ব্যান্ডউইথ
- cPanel কন্ট্রোল প্যানেল
- আপটাইম গ্যারান্টি
- মানি-ব্যাক গ্যারান্টি
- 24/7 লাইভ চ্যাট
- 24/7 মনিটরিং এবং টিকিট
- ফোন সমর্থন উপলব্ধ (সোম-শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত)
- অনলাইন সাপোর্ট সেন্টার
- কমিউনিটি সাপোর্ট ফোরাম
- সুবিধা-অসুবিধা :
- ✔ 90 দিনের মানিব্যাক গ্যারান্টি,
- ✔ 24/7 লাইভ চ্যাট, ফোন সাপোর্ট, এবং ইমেল টিকিটিং সিস্টেম।