হাইব্রিড টপোলজি কাকে বলে? Hybrid Topology এর সুবিধা ও অসুবিধা কি?

 

বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি (Hybrid Topology) বলে। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায়। কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়। এ টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। কোন সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। কোন এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়।

 

হাইব্রিড টপোলজি ব্যবহারের সুবিধা (Advantages of Using Hybrid Topology)

  • এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
  • কোন সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়।
  • কোন এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়।

 

হাইব্রিড টপোলজি ব্যবহারের অসুবিধা (Disadvantages of Using of Hybrid Topology)

  • এই টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়।

 

আরো পড়ুনঃ-

১। নেটওয়ার্ক (Network) কি? নেটওয়ার্কের প্রকারভেদ, প্রয়োজনীয়তা ও অসুবিধা।

২। নেটওয়ার্ক এডাপ্টার কি? (Network adapter in Bengali)

৩। নেটওয়ার্কিং ডিভাইস কাকে বলে? (Networking device in Bengali)

৪। স্টার টপোলজি (Star Topology) কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি কি?

৫। হাব কি? হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি? What is Hub in Bengali?

৬। রাউটার কি? রাউটারের ব্যবহার, সুবিধা ও অসুবিধা। What is Router in Bengali?

Leave a Comment