আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস এর কারণ, লক্ষণ এবং উপসর্গ

আর্থ্রাইটিস (Arthritis) এক ধরনের বাত রোগ। অনেকদিন যাবৎ বাত জ্বরে ভুগলে এবং এর যথাযথ চিকিৎসা না করা হলে এ রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। আর্থ্রাইটিস কথাটি ব্যাপক অর্থবহ এবং বহুদূর পর্যন্ত প্রসারিত। এটি একটিমাত্র রোগ নয় বরং একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি।

 

কারণ ও ঝুকিসমূহ

আর্থ্রাইটিস এর প্রকৃত কারণ উদ্ঘাটন অধিকাংশ ক্ষেত্রেই কষ্টসাধ্য। কেননা অনেকগুলো কারণে এই রোগসমূহের উদ্ভব হতে পারে। তবে নিম্নোক্ত কারণসমূহ আর্থ্রাইটিস এর ঝুকি বাড়ায়ঃ

  • আঘাত (Trauma or Injury): পূর্ববর্তী বড় ধরনের কোন আঘাত বাতের কারণেরর অংশ হতে পারে।
  • অপুষ্টি (Malnutrition): প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব বিশেষতঃ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি।
  • বয়সঃ বয়স বৃদ্ধির সাথে সাথে তরুণাস্থি ভঙ্গুর হয়ে পরে এবং এর পুনর্গঠনের ক্ষমতাও কমে যায়। তাই বয়স বাড়ার সাথে বাত রোগে আক্রান্ত হবার সম্ভাবনাও বাড়ে।
  • অতিরিক্ত ওজনঃ অস্থিসন্ধি ক্ষয় খানিকটা শরীরের বাড়তি ওজনের সম্পর্কিত। অতিরিক্ত ওজন জয়েন্টগুলোর উপর অতিরিক্ত চাপ স্থাপন করে। তাই স্থূলকায় ব্যক্তিরা সাধারনত বাতরোগে বেশি ভুগে থাকেন।
  • ব্যাকটেরিয়ার সংক্রমণঃ কতিপয় ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন ক্লিবসেলা (klebsiella) ও এলার্জি স্বল্পমেয়াদী বাতব্যথার উদ্ভব ঘটাতে পারে। সংক্রমণের কারণে সংঘটিত বাতরোগকে রিএকটিভ আর্থ্রাইটিস (Reactive arthritis) বলে।
  • বংশগতি (Genetics): বাতরোগে বংশগতির প্রকৃত ভূমিকা কি তা এখন জানা সম্ভব হয় নি। তবে এতে বংশগতির যে সুস্পষ্ট প্রভাব আছে সে বিষয়ে বিশেষজ্ঞরা একমত।

 

আর্থ্রাইটিসের লক্ষণ

ঘুম থেকে ওঠার পর অস্থিসন্ধিসহ শরীরের কিছু অংশে ব্যথা ও জড়তা থাকে। হাতের আঙুল, কনুই, কাঁধ, হাঁটু, গোড়ালি ও পায়ের পাতায় বেশি সমস্যা হয়। সাধারণত শরীরের উভয় পাশ একসঙ্গে আক্রান্ত হয়। যেমন- হাতে হলে দুই হাতের জয়েন্টই একসঙ্গে ব্যথা করে, ফুলে যায় ইত্যাদি। শরীর দুর্বল লাগে, জ্বরজ্বর অনুভূতি হয়। ম্যাজম্যাজ করে। কারো কারো ক্ষেত্রে ত্বকের নিচে এক ধরনের গুটি দেখা যায়, যা ধরলে ব্যথা পাওয়া যায় না।

 

আর্থ্রাইটিস এর উপসর্গ

উপসর্গসমূহ হলঃ

  • হাত ব্যাবহারে অক্ষমতা,
  • হাটতে অক্ষমতা,
  • অস্বাচ্ছন্দ্য এবং গ্লানি বোধ,
  • ওজন কমে যাওয়্‌
  • পেশীর ব্যথা ও দুর্বলতা,
  • পরিমিত ঘুম না হওয়া।
  • শরীরের যে কোনো অংশ ফুলে ওঠা বা ফুলা ভাব হওয়া।
  • বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব করা।

 

Tags :

  • আর্থ্রাইটিস রোগ কি
  • আর্থ্রাইটিস এর লক্ষণ
  • আর্থ্রাইটিস এর ঔষধ
  • আর্থ্রাইটিস রোগের চিকিৎসা
  • আর্থ্রাইটিস এর ঘরোয়া চিকিৎসাআর্থ্রাইটিস কি রোগআর্থ্রাইটিস কেন হয়
  • আর্থাইটিস রোগের কারণ কি?
  • আর্থ্রাইটিস নিরাময় হয় না কেন
  • রিউমাটয়েড আর্থ্রাইটিস খাবার
  • আর্থ্রাইটিস কত প্রকার
  • রিউমাটয়েড আর্থ্রাইটিস হোমিও চিকিৎসা
  • আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটি
  • আর্থ্রাইটিস বিশেষজ্ঞ ডাক্তার
  • রিউমাটয়েড আর্থ্রাইটিস লক্ষণ
  • অস্টিও আর্থ্রাইটিস কি
  • গাউটি আর্থ্রাইটিস

Leave a Comment