আপওয়ার্ক কি? Upwork এ কি কি কাজ পাওয়া যায়?

আপওয়ার্ক হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটি ফ্রিল্যান্সার সাইট। পূর্বে যার নাম ছিল ওডেস্ক। এর প্রধান লক্ষ্য হলো নির্দিষ্ট বিভিন্ন শ্রেণীর কাজে দূরবর্তী কর্মীদের ভাড়া করে করিয়ে নেয়া। ২০০৩ সালে ওডেস্ক (রেড উড সিটি, সি এ) প্রতিষ্ঠা করেছিলেন গ্রিসের ব্যবসায়িক ঠিকাদার অডিসিয়াস সাতালস এবং স্ত্রাতিস কারামানলাকিস।

বর্তমানে আপওয়ার্কে সারা পৃথিবী থেকে প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে। এই মূহূর্তে আপওয়ার্কে ৪ লক্ষের উপর কাজ রয়েছে।

 

Upwork এ যেসব কাজ পাওয়া যায়ঃ

  • ফটোগ্রাফি এবং এডিটিং (Photographi and Editing)
  • ভিডিও প্রোডাকশন (Video Production)
  • ওয়েব ডিজাইন (Web Design)
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) (Search Engine Optimization-SEO)
  • মার্কেটিং (Marketing)
  • সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট (Social Media Marketing)
  • গ্রাফিক ডিজাইন (Graphic Design)
  • প্রোগ্রামিং (Programming)
  • সফটওয়্যার ডেভলপমেন্ট (Software Development)
  • লিটারেচার (লেখা ও এডিটিং)
  • কপিরাইটিং (Copyrighting)
  • এডভার্টাইজিং (Advertising)
  • টিচিং (Teaching)
  • অনুবাদ করা (Translating)
  • কন্ঠ প্রদান (ভয়েস ওভার)
  • আর্ট ডিরেকশন (Art Direction)
  • সাপোর্ট, ভার্চুয়াল এসিস্ট্যান্ট (Support, Virtual Assistant)।

 

Tags :

  • আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
  • আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
  • আপওয়ার্ক মার্কেটপ্লেসের প্রধান প্রতিষ্ঠাতা কে
  • আপওয়ার্ক অ্যাকাউন্টে নাম কোনটি ব্যবহার করা উচিৎ
  • নতুনদের জন্য আপওয়ার্ক চাকরি
  • আপওয়ার্ক প্রোফাইল
  • Upwork এ কিভাবে কাজ করতে হয়
  • আপওয়ার্ক মার্কেটপ্লেস কোন দেশের প্রতিষ্ঠান

Leave a Comment