HomeICTস্প্রেডশিট প্রোগ্রাম কাকে বলে? স্প্রেডশিট প্রোগ্রাম এর কাজ কি?

স্প্রেডশিট প্রোগ্রাম কাকে বলে? স্প্রেডশিট প্রোগ্রাম এর কাজ কি?

স্প্রেডশিট প্রোগ্রাম কাকে বলে? What is called Spreadsheet program in Bengali/Bangla?)

দৈনন্দিন ব্যবহারিক হিসাব-নিকাশের জন্য যে সকল এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করা হয় তাদেরকে স্প্রেডশিট প্রোগ্রাম (Spreadsheet program) বলে। লোটাস ১-২-৩, মাইক্রোসফট এক্সেল, ফ্রেম ওয়ার্ক ইত্যাদি স্প্রেডশিট প্রোগ্রামের উদাহরণ।

স্প্রেডশিট প্রোগ্রাম এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একে একটি রেজিস্টার খাতার সাথে তুলনা করা যেতে পারে। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একেটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। কলামগুলোকে A, B, C… নাম দিয়ে এবং সারিগুলোকে ইংরেজি 1, 2, 3… দিয়ে এবং  নির্দেশিত থাকে। ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল (Cell)। একটি ওয়ার্কশিটে অসংখ্য সেল থাকে। ওয়ার্কশিটে কোনোকিছু লিখতে হলে তা সেলে লিখতে হয়।

 

স্প্রেডশিট প্রোগ্রাম এর ব্যবহার (Use of Spreadsheet Program)

পরিসংখ্যাণ কাজে স্প্রেডশিট : স্প্রেডশিটের সবচেয়ে বেশি ব্যবহারিক ক্ষেত্রে হলো পরিসংখ্যানিক কাজ। পরিসংখ্যান কাজে বিভিন্ন তথ্য ও উপাত্তের যোগফল,  গড়, মোট, সংখ্যার সংখ্যা, সর্ববৃহৎ ও সর্বনিম্ন সংখ্যা ছাড়াও পরিমিত ব্যবধান এবং ভেদাংক ইত্যাদি বের করতে হয়। এ সকল কাজ করতে স্প্রেডশিটে বিভিন্ন ধরনের ফাংশন যেমন : যোগফল এর জন্য SUM, সর্ববৃহৎ সংখ্যার জন্য MAX, গড়ের জন্য Average, সর্বনিম্ন এর জন্য MIN, মোট সংখ্যার রেঞ্জ বের করতে Count, ভেদাংকের জন্য VAR ফাংশনসমূহ ব্যবহার করা যায়। ফলে পরিসংখ্যানের কাজ সহজ ও নির্ভূল হয়।

 

স্প্রেডশিট ব্যবহারের কৌশল

একটি স্প্রেডশিটের অন্তর্গত ওয়ার্কশিটের গ্রিড কলাম ও সারি আকারে থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত থাকে। এর দ্বারা গ্রিডের সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্ট থাকে। যেমন– A10 দিয়ে A কলাম এবং 10 নম্বর সারির ছেদবিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করে। স্প্রেডশিটটি ব্যবহার করার জন্য যেকোনো সেলে কার্সর রেখে কি-বোর্ড চেপে ইচ্ছামতো অক্ষর বা সংখ্যা টাইপ করতে হবে। কি-বোর্ডের অ্যারো কি ব্যবহার করে আমরা কারসরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নিতে পারি। এছাড়া ট্যাব বা এন্টার কি চেপে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। মাউস ক্লিকের মাধ্যমেও কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। স্প্রেডশিটের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গাণিতিক কাজসহ বার ডায়াগ্রাম অঙ্কন ইত্যাদি করা যায়।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী করা হয়?

ক) শব্দ প্রক্রিয়াকরণ

খ) ছবি ব্যবস্থাপনা

গ) তথ্য ব্যবস্থাপনা

ঘ) হিসাব-নিকাশ

সঠিক উত্তর : ঘ

 

২। কোনটি স্প্রেডশিটের প্রোগ্রাম?

ক) এক্সেল খ) ডিবেজ

গ) মাইক্রোসফট ঘ) ফক্সপ্রো

সঠিক উত্তর : ক

 

Tags :

  • স্প্রেডশিট কি
  • স্প্রেডশিট ও ওয়ার্কশীট এর মধ্যে পার্থক্য
  • স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়
  • স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য
  • স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য
  • স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব
  • Spreadsheet এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন
  • কোনটি স্প্রেডশিটের যোগের ফাংশন
  • সেলের বিষয়বস্তু দেখানো হয় কোথায়
  • হিসাব নিকাশের কাজে স্প্রেডশিটের গুরুত্ব প্রতিবেদন
  • পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক
  • স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে
  • স্প্রেডশিট ব্যবহারের সুবিধা
  • স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে হলে কোনটি ক্লিক করতে হবে?
  • আইসিটি সেল কি?
  • ওয়ার্কশিটের কলাম গুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • সারি কলাম ও সেল বলতে কী বুঝ?
  • এক্সেল দিয়ে কি কি কাজ করা যায়?
  • স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বোঝায়?
  • স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
  • টাইটেল বার এর অবস্থান কোথায়?
  • এক্সেল উইন্ডোর একেবারে উপরে কোনটি থাকে?
  • এম এস এক্সেল এর রো সংখ্যা কত?
  • পিভট টেবিল এর কাজ কি?
  • অটোফিল এর কাজ কি?
  • What is Spreadsheet Programme in Bengali/Bangla?
RELATED ARTICLES

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments