HomeTechnologyওয়েবক্যাম কি? ওয়েবক্যাম কে ইনপুট ডিভাইস বলা হয় কেন?

ওয়েবক্যাম কি? ওয়েবক্যাম কে ইনপুট ডিভাইস বলা হয় কেন?

ওয়েবক্যাম (Webcam) একটি ইনপুট ডিভাইস যা ভিডিও এবং ছবি ক্যাপচার করে কম্পিউটারে পাঠায়। এটি সাধারণত Video conferencing, Live streaming, Video Recording এবং এমনকি Facial recognition করার জন্য ব্যবহার করা হয়। ওয়েবক্যাম হচ্ছে ডিজিটাল ক্যামেরার একটি বিশেষ রূপ।

 

ওয়েবক্যামের ব্যবহার

ওয়েবক্যামের কয়েকটি ব্যবহার নিচে দেওয়া হলো–

  • স্থির চিত্র বা ভিডিও চিত্র ধারণ করা যায়।
  • সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপ আলোচনা করা যায়।
  • সরকারি-বেসরকারি ও বাসাবাড়ির নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়।

 

ওয়েবক্যাম কে ইনপুট ডিভাইস বলা হয় কেন?

ওয়েবক্যামকে ইনপুট ডিভাইসও বলা হয় কারণ, এর সাহায্যে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করানো যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments