অ্যাসেম্বলি ভাষা কি? অ্যাসেম্বলি ভাষার সুবিধা ও অসুবিধা কি?
অ্যাসেম্বলি ভাষা কি? (What is Assembly language in Bengali/Bangla?) অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা। এ ভাষা বিভিন্ন সংকেত সহযোগে গঠিত। তাই একে সাংকেতিক ভাষাও বলা হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা খুবই কঠিন, তাই অ্যাসেম্বলি ভাষ তৈরি করা হয়েছে। অ্যাসেম্বলার দিয়ে এই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয়। অ্যাসেম্বলার (Assembler) হল একটি অনুবাদক প্রোগ্রাম,…