HomeICTএইচটিএমএল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

এইচটিএমএল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. HTML কী?

উত্তর : HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাংগুয়েজ। এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।

প্রশ্ন-২. HTML ফাইলের এক্সটেনশন কী?

উত্তর : HTML ফাইলের এক্সটেনশন হলো .htm বা html।

প্রশ্ন-৩. সুপারস্ক্রিপ্ট কী?

উত্তর : কোনো অক্ষর, বর্ণ বা নিউমেরিক ডেটার সূচককে H2O হিসাবে ব্যবহৃত হয় তাকে সুপারস্ক্রিপ্ট বলে। যেমনঃ H2O। এখানে, H<sup>2</sup>0।

প্রশ্ন-৪. এইচটিএমএল এর মৌলিক ট্যাগগুলো লেখ।

উত্তর : HTML কোড এর মৌলিক ট্যাগগুলো হচ্ছে:

<html>

<head>

<title>..</title>

</head>

<body>

</body>

</html>

প্রশ্ন-৫. HTML ট্যাগ কি?

উত্তর : HTML ট্যাগ হলো html ভাষার কিওয়ার্ড যা যেকোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়।

প্রশ্ন-৬. এইচটিএমএল এলিমেন্ট কী?

উত্তর : স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইন্ড ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML Element (উপাদান) বলে।

প্রশ্ন-৭. HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরির সুবিধাগুলো কী কী?

উত্তর : HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরির সুবিধাগুলো হলো–

  • এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি।
  • সর্বব্যাপী ব্যবহার।
  • অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
  • ব্যবহার সহজ এবং সিনট্যাক্স সহজ তাই HTML শেখা সহজ।
  • যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।
  • পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে। তাই এটি মূল্য সাশ্রয়ী।

প্রশ্ন-৮. হাইপারলিংক কি?

উত্তর : হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (ঠিকানা)।

প্রশ্ন-৯. HTML Syntax কি?

উত্তর : HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কীওয়ার্ডগুলো লেখার কিছু নিয়মনীতি আছে, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এই সব নিয়মনীতিকেই HTML সিনট্যাক্স বলে।

প্রশ্ন-১০. Tag এর দুইটি ধরণ কী কী?

উত্তর : ১. Empty tag এবং ২. Container Tag।

প্রশ্ন-১১. <img> বুঝিয়ে লেখ।

উত্তর : <img> হলো HTML এ ব্যবহৃত এক ধরনের ট্যাগ। সাধারণত HTML ট্যাগ ব্যবহার করে ওয়েপেজে ইমেজ যুক্ত করার জন্য <img> ট্যাগ ব্যবহৃত হয়।

প্রশ্ন-১২. হেডিং ট্যাগ কি?

উত্তর : HTML হেডিং ট্যাগের মাধ্যমে ফন্টকে বড় বা ছোট রূপ দেয়া যায়। এখানে ৬ টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। হেডিং ১ হচ্ছে সবচেয়ে বড় এবং হেডিং ৬ সবচেয়ে ছোট ট্যাগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments