HomeICTইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া (Interactive multimedia) কি?

ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া (Interactive multimedia) কি?

ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া হল পরস্পর ক্রিয়াশীল মাল্টিমিডিয়া। এই ধরনের মাল্টিমিডিয়াতে শব্দ, বর্ণ ও চিত্র সবই থাকে এবং এগুলাে ব্যবহারকারী দ্বারা নিয়ন্ত্রিত থাকে এবং একটির সাথে অপরটির সম্পর্কযুক্ত থাকে। ধরা যাক জীব বৈচিত্রের উপর একটি প্যাকেজ তৈরী করা হয়েছে। এই প্যাকেজে বিভিন্ন প্রাণীর তালিকা আছে। এখন হরিণ নামক প্রাণীটির উপর ক্লিক করলে হরিণের বিবরণ ও ছবি দেখা যাবে। যদি হরিণের ডাক শুনতে ইচ্ছা হয় তাহলে শব্দের জন্য নির্ধারিত স্থানে ক্লিক করলে তা শােনা যাবে। যদি হরিণের চলাফেরা ও আচরণ দেখতে চান তাহলে মুভি নামক স্থানে ক্লিক করলে তার চলাচল এবং আচরণ দেখা যাবে। এক্ষেত্রে একটি প্যাকেজের মধ্যে পরস্পর আন্তঃক্রিয়াশীল বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। সুতরাং এই প্যাকেজটিকে বলা হয় ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া।

 

Tags :

  • ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি
  • মাল্টিমিডিয়া সফটওয়্যার কি
  • মাল্টিমিডিয়ার উপাদান কয়টি
  • শিক্ষায় মাল্টিমিডিয়ার গুরুত্ব
  • কত সালে সর্বপ্রথম মাল্টিমিডিয়া উদ্ভব ঘটে
  • মাল্টিমিডিয়া শব্দের অর্থ কি
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার
  • বাংলাদেশ ৭১ কি
  • এক কথায় মাল্টিমিডিয়া মানে কি
  • মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি
  • আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি
  • মাল্টিমিডিয়া প্রজেক্টর এর ব্যবহার
  • মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা
  • মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ কি কি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments