ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট কত প্রকার ও কি কি?

ICT

ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনো কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লোকেশন যাতে এক বা একাধিক ওয়েবপেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে।

 

আদর্শ ওয়েবসাইটের গুণাবলি

ওয়েবসাইটের আচার-আচরণকে গুণাবলি বলা হয়। একটি আদর্শ ওয়েবসাইটের গুণাবলি হলো—

১. বিষয়বস্তু; ২. কার্যকারিতা; ৩. সহজবোধ্যতা; ৪. ওয়েবসাইট ব্যবহারযোগ্যতা; ৫. সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন; ৬. প্রতিশ্রুতি; ৭. ইনফরমেশন আর্কিটেকচার; ৮. সফল নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ।

 

ওয়েবসাইট কত প্রকার ও কি কি? (How Many Types of Website?)

গঠনের দিক থেকে ওয়েবসাইট দুই প্রকার। যথা:

  • স্ট্যাটিক ওয়েবসাইট (Static website)
  • ডাইনামিক ওয়েবসাইট (Dynamic website)

১. স্ট্যাটিক ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট (Static website) বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়েই করা যায়।

২. ডাইনামিক ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট (Dynamic website) বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্যে HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষা এবং এর সাথে ডেটাবেজ (SQL/MYSQL) প্রয়োজন। আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবপেজ দুই প্রকার–

১. লোকাল ওয়েবপেজ বা ওয়েবসাইট (Local webpage or website)

২. রিমোট ওয়েবপেজ বা ওয়েবসাইট (Remote webpage or website)

১। লোকাল ওয়েবপেজঃ যে সকল ওয়েবপেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায় সেগুলোকে লোকাল ওয়েবপেজ বলা হয়। এ ধরনের ওয়েবপেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।

২। রিমোট ওয়েবপেজঃ দূরবর্তী কোন কম্পিউটারে সংরক্ষিত ওয়েব পেইজগুলোকে রিমোট ওয়েবপেজ বলা হয়। রিমোট ওয়েবপেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এ ধরনের ওয়েবপেজ ব্রাউজিং-এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে URL (Universal Resources Locator) বলা হয়।

 

ওয়েবসাইট ব্যবহার করা হয় কেন?

বিভিন্ন কারণে ওয়েবসাইট ব্যবহার করা হয়। নিচে ওয়েবসাইট ব্যবহারের কারণ দেওয়া হলো-

১. ওয়েবসাইটে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায়।

২. ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

৩. তথ্য খোঁজার ক্ষেত্রে ওয়েবসাইট ব্যবহারকারীর অনেক সময় বাঁচায়।

৪. নিজের প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদিত দ্রব্যাদি সম্পর্কে অন্যদেরকে জানানো যায়।

 

স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইট এর মধ্যে পার্থক্য কি?

স্ট্যাটিক ওয়েবসাইট (Static website)

১. নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে।

২. ওয়েবসাইটের থিম এবং ওয়েবপেজের কন্টেন্ট নির্দিষ্ট।

৩. কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়।

কখনো ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে না।

তুলনামূলকভাবে বেশি নিরাপদ।

কোন সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে।

ডাইনামিক ওয়েবসাইট (Dynamic websites)

১. ডাইনামিকভাবে পেজ তৈরি হয়।

২. ওয়েবপেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়।

৩. ডাইনামিকভাবে কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়।

৪. ডেটাবেজ কানেক্টিভিটি ব্যবহার করে।

৫. তুলনামূলকভাবে কম নিরাপদ।

৬. এখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয় যেমন ই-কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *