HomeElectronicsট্রানজিস্টর কি? ট্রানজিস্টর কয় প্রকার? ট্রানজিস্টর কিভাবে কাজ করে?

ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর কয় প্রকার? ট্রানজিস্টর কিভাবে কাজ করে?

ট্রানজিস্টর কি বা কাকে বলে? (What is called Transistor in Bengali/Bangla?)

ট্রানজিস্টর একটি ইলেকট্রনিক্স ডিভাইস (Electronics Device) যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।

দুটি একই ধরনের অর্ধপরিবাহীর (n-টাইপ অথবা p-টাইপ) মাঝখানে এদের বিপরীত ধরনের (p-টাইপ অথবা n-টাইপ) অর্ধপরিবাহী বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল (Device) তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর (Transistor) বলে।

 

Transistor একটি ইংরেজি শব্দ। Transfer এবং Resistor এই দুটি আলাদা ইংরেজি শব্দ মিলিয়ে Transistor শব্দটি গঠিত হয়েছে। ট্রানজিস্টরকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার বলা যায়। ট্রানজিস্টরের আবিষ্কার ইলেকট্রনিক্স এর জগতে বিপ্লব সংঘটিত করেছে। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরির তিনজন গবেষক জে. বার্ডিন (J. Bardeen), ডব্লিউ ব্রাটেন (W. Brattain) ও ডব্লিউ সকলে (W . Shockley) ট্রানজিস্টর আবিষ্কার করেন। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তিনজনকে ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে নােবেল পুরষ্কার প্রদান করা হয়। ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চগতিসম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়।

 

ট্রানজিস্টর কি দিয়ে তৈরি? (Construction of Transistor)

একখণ্ড বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে উচ্চতাপে বিশেষ নিয়ন্ত্রিত পদ্ধতিতে ট্রানজিস্টর তৈরি করা হয়। সাধারণত পয়েন্ট কন্টাক্ট (Point contact) ট্রানজিস্টর ও জাংশন (Junction) ট্রানজিস্টর এই দুই ধরনের ট্রানজিস্টর তৈরি হয়।

 

ট্রানজিস্টর কত প্রকার ও কি কি? (How many types of Transistor?)

গঠন ও প্রকৃতি অনুসারে জাংশন ট্রানজিস্টর দুই প্রকারঃ

(১) p-n-p ট্রানজিস্টর : দুটি p টাইপ অর্ধপরিবাহীর মাঝে n টাইপ অর্ধপরিবাহী বসিয়ে p-n-p ট্রানজিস্টর তৈরি করা হয়।

(২) n-p-n ট্রানজিস্টর : দুটি n টাইপ অর্ধপরিবাহীর মাঝে p টাইপ অর্ধপরিবাহী বসিয়ে n-p-n ট্রানজিস্টর তৈরি করা হয়।

 

ট্রানজিস্টর ব্যবহারের সুবিধা কি? (What is the advantage of using Transistor?)

ট্রানজিস্টর ব্যবহারের সুবিধা হচ্ছে :

  • কোনো হিটার বা ফিলামেন্টের প্রয়োজন হয় না।
  • আকৃতি ছোট এবং ওজনে হালকা।
  • খুব কম অপারেটিং ভোল্টেজ ব্যবহৃত হয়।
  • শক্তি খরচ খুব কম।
  • কর্মদক্ষতা বেশি।
  • দীর্ঘদিন ব্যবহার করা যায়।

 

সুইচ হিসাবে ট্রানজিস্টর (Transistor as a Switch)

ট্রানজিস্টরে পীঠ বা ভূমি বর্তনীতে তড়িৎপ্রবাহ না চললে সংগ্রাহক বর্তনীতে কোনো তড়িৎপ্রবাহ চলে না। ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করা যায় যা পীঠ প্রবাহের পরিবর্তন ঘটিয়ে ‘অন’ ও ‘অফ’ করা যেতে পারে। ট্রানজিস্টর ব্যবহার করে বিভিন্ন রকম সুইচ তৈরি করা সম্ভব। এগুলো হলো–
(ক) আলোক চালিত সুইচ (Light operated switch)
(খ) তাপ চালিত সুইচ (Heat operated switch)
(গ) শব্দ চালিত সুইচ (Sound operated switch)

 

ট্রানজিস্টর ও ডায়োডের মধ্যে পার্থক্য কি?

ট্রানজিস্টর ও ডায়োডের মধ্যে পার্থক্য নিম্নরূপ :

ট্রানজিস্টর

  • ট্রানজিস্টর তড়িৎ প্রবাহকে একমুখী করে না।
  • ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে।
  • ট্রানজিস্টর, রেডিও, টেলিভিশন ইত্যাদিতে ব্যবহৃত হয়।

ডায়োড

  • ডায়োড তড়িৎ প্রবাহকে একমুখী করে।
  • ডায়োডের বিবর্ধন ক্ষমতা নেই।
  • ডায়োড মূলত সৌরকোষ, (LED) জেনার ডায়োডে ব্যবহৃত হয়।

 

অনুশীলনী

১। ট্রানজিস্টর কয় প্রকার?

উত্তর : ২ প্রকার।

। ট্রানজিস্টর আবিষ্কার হয় কত সালে?

উত্তর : ১৯৪৮ সালে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়।

৩। ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি?

উত্তর : জার্মেনিয়াম।

৪। ট্রানজিস্টরের কয়টি অংশ বা এলিমেন্ট (element) থাকে?

উত্তর : ট্রানজিস্টরের ৩টি অংশ বা এলিমেন্ট (element) থাকে; যথা– (১) এমিটার (emitter) বা নিঃসারক (E), বেস (base) বা পীঠ (B) এবং কালেক্টর (Collector) বা সংগ্রাহক (C)।

৫। ট্রানজিস্টরে মোট কতটি p-n জাংশন থাকে?

উত্তর : ২টি।

৬। ট্রানজিস্টরে ভূমি স্তর কী?

উত্তর : ট্রানজিস্টরের সরু p-টাইপ অঞ্চলকে ভূমি স্তর বলা হয়।

৭। ট্রানজিস্টর কিভাবে তৈরি করে?

উত্তর : একটি p-n জাংশনের সাথে অন্য একটি p টাইপ অথবা n টাইপ অর্ধপরিবাহী যুক্ত করে ট্রানজিস্টর তৈরি করা হয়।

 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ইলেকট্রনিক বর্তনীতে বিবর্ধক ও সুইচ হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক) ডায়োড খ) ট্রায়োড

গ) ট্রানজিস্টর ঘ) রেকটিফায়ার

সঠিক উত্তর : গ

২। ছোট সিগন্যালকে বড় করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক) ট্রানজিস্টর খ) রেজিস্টর

গ) ক্যাপাসিটর ঘ) কম্পিউটার

সঠিক উত্তর : ক

Tags :

ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের ব্যবহার নেই কোনটিতে?; ট্রানজিস্টর কিভাবে সুইচিং হিসেবে কাজ করে?; P-N-P ট্রানজিস্টর কাকে বলে?; বাইপোলার ট্রানজিস্টর কাকে বলে?; ট্রানজিস্টর এর অসুবিধা কী কী?; ট্রানজিস্টর এর প্রতীক; ট্রানজিস্টর PDF; ট্রানজিস্টর কি ডায়োড?; ট্রানজিস্টর পরিমাপ; ট্রানজিস্টর কী?; ট্রানজিস্টর বায়াসিং কাকে বলে?; ট্রানজিস্টর এর চিত্র কি? (What is a transistor symbol?); ট্রানজিস্টর কোথায় ব্যবহার করা হয়?; ট্রানজিস্টর আবিষ্কার; ট্রানজিস্টর এর গঠন (Composition of Transistor); ট্রানজিস্টর কাজ কি?; What is a symbol for transistor?; বাইপোলার ট্রানজিস্টর ও ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কি?; ট্রানজিস্টরের বেস বা ভূমি কাকে বলে?; ট্রানজিস্টরের বেস অংশ পাতলা হয় কেন?;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments