HomeElectronicsতিন ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?

তিন ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?

তিন ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?

মোটরে ইনপুট হিসেবে বৈদ্যুতিক শক্তি এবং আউটপুট হিসেবে যান্ত্রিক শক্তি থাকে। যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে মোটর বলে। আর যে মোটরে তিন ফেজ এসি সরবরাহ দেয়া হয় এবং ইন্ডাকশন নীতিতে ঘোরে তাকে তিন ফেজ ইন্ডাকশন মোটর (3 Phase Induction Motor) বলে।

তিন ফেজ ইন্ডাকশন মোটর বাইরে হতে স্টেটরে তিন ফেজ এসি সরবরাহ দিলে কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ফলে স্টেটরে একটি ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্র সিনক্রোনাস গতিতে ঘোরে। আর ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের জন্য চুম্বক ফ্লাক্স সৃষ্টি হয়, যা এয়ার গ্যাপ অতিক্রম করে রোটর কন্ডাক্টরসমূহকে কাট করে। ফলে ফ্যারাডের সূত্রানুযায়ী রোটর কন্ডাক্টরে কারেন্ট প্রবাহের ফলে টর্ক উৎপন্ন হয়। ঘুরন্ত চুম্বক ক্ষেত্রে যেদিকে ঘুরবে রোটরও সেদিকে ঘুরবে। তাই বলা যায়, তিন ফেজ ইন্ডাকশন মোটরের রোটরে সরাসরি এসি সরবরাহ না দিয়ে স্টেটরে এসি সরবরাহ দিলে তিন ফেজ ইন্ডাকশন মোটর ঘোরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments