HomeBlogপদাশ্রিত নির্দেশক কাকে বলে? পদাশ্রিত নির্দেশক এর অপর নাম কি?

পদাশ্রিত নির্দেশক কাকে বলে? পদাশ্রিত নির্দেশক এর অপর নাম কি?

বিশেষ্য বা বিশেষণ পদকে বিশেষভাবে নির্দেশ করার জন্য যেসব শব্দ বা শব্দাংশ অর্থাৎ অব্যয় বা প্রত্যয় ব্যবহৃত হয়, তাদের পদাশ্রিত নির্দেশক বলে। যেমন : টা, টি, টুক, টুকু, টুকুন, খান, খানা, গাছ, গাছা, গাছি ইত্যাদি।

পদাশ্রিত নির্দেশকের অপর নাম পদাশ্রিত অব্যয়

পদাশ্রিত নির্দেশকের ব্যবহার দ্বারা আমরা ব্যক্তি বা বস্তুর আকার, আকৃতি, প্রকৃতি ও রূপ সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারি। যেমন — কলমটি, লোকটা, বইখানা, পানিটুকু, সুতাগাছি।

বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা দেখা যায়। যেমন–

১। একবচনেঃ টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি। যেমন — টাকাটা, বাড়িটি, কাপড়খানা, বইখানি ইত্যাদি।

২। বহুবচনেঃ গুলি, গুলা, গুলো, গুলিন ইত্যাদি। যেমন— মানুষগুলি, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

৩। কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি প্রয়োগ হয়। যেমন— চারটে ভাত, দুধটুক, দুটো ভাত ইত্যাদি।

পদাশ্রিত নির্দেশকের ব্যবহার

পদাশ্রিত নির্দেশকের সাধারণত প্রত্যয়ের মতোই শব্দের শেষে যুক্ত হয় এবং বস্তু বা বিষয়ের আকার, প্রকার ও সংখ্যা পরিমাণ নির্দেশ করে থাকে। এর ফলে পদের অর্থের পরিবর্তন ঘটিয়ে বিশিষ্ট বা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। সাধারণত ভাষায় সৌন্দর্য সৃষ্টির জন্য যেমন পদাশ্রিত নির্দেশকের ব্যবহার, তেমনি বক্তব্যকে স্পষ্ট ও অর্থবহ করার জন্যও এগুলোর ব্যবহার হয়। বাংলা ভাষাভাষীর দৈনন্দিন কথাবার্তা এবং সাহিত্য রচনায় পদাশ্রিত নির্দেশকের প্রচুর ব্যবহার লক্ষ করা যায়।

টা, টি : ছেলেটা, কলমটি, লোকটি।

টু, টুকুন, টুকু :  একটু দুধ, এটুকুন বাচ্চা, এতটুকুন তেল।

তা, কেত্তা : তিন তা কাগজ, ছয় কেত্তা নোট।

টি, টা, খানা, খানি, গাছ, গাছা, গাছি, গুলা, গুলো, জন, টে, টু, টুক, টুকুন, কেত্তা, রত্তি— এ শব্দাংশগুলো পদাশ্রিত নির্দেশক এবং এরা বিভিন্নভাবে শব্দের সাথে যুক্ত হয়।

অনুশীলনী প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। পদাশ্রিত নির্দেশক কাকে বলে?

প্রশ্ন-২। পদাশ্রিত নির্দেশক কত প্রকার ও কি কি?

প্রশ্ন-৩। টি টা খানা খানি কিসের উদাহরণ?

প্রশ্ন-৪। এক এর সাথে টা টি যুক্ত হলে কী বোঝায়?

প্রশ্ন-৪। পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?

প্রশ্ন-৫। তম কি পদাশ্রিত নির্দেশক?

প্রশ্ন-৬। পদাশ্রিত নির্দেশক ও বিভক্তির পার্থক্য কি?

প্রশ্ন-৭। পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো?

উত্তর : পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় বিভক্তির মতো।

প্রশ্ন-৮। টা টি এর ব্যবহার লিখ।

প্রশ্ন-৯। পদাশ্রিত নির্দেশক অপর নাম কি?

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে?

ক. প্রথমে  খ. মাঝে

গ. শেষে   ঘ. কোথাও না

সঠিক উত্তর : গ

২। পদাশ্রিত নির্দেশকের অপর নাম কী?

ক. অনন্বয়ী অব্যয় খ. পদাশ্রিত অব্যয়

গ. পদান্বয়ী ঘ. সমুচ্চয়ী অব্যয়

সঠিক উত্তর : খ

৩। যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে?

ক. সংখ্যা খ. পদাশ্রিত নির্দেশক

গ. লিঙ্গ ঘ. উপসর্গ

সঠিক উত্তর : খ

৪। পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?

ক. সঙ্কীর্ণতা খ. সীমাবদ্ধতা

গ. অনির্দিষ্টতা ঘ. অবরুদ্ধতা

সঠিক উত্তর : গ

৫। পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?

ক. ক্রিয়া খ. বাক্য

গ. বচন ঘ. অর্থ

সঠিক উত্তর : গ

৬। টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?

ক. একবচনে খ. বহুবচনে

গ. উভয় বচনে ঘ. স্বল্পতা

সঠিক উত্তর : ক

৭। পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?

ক. টুকু খ. টা

গ. গুলো ঘ. এক

সঠিক উত্তর : ক

৮। ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়?

ক. পাঁচ খ. তিন

গ. দুই ঘ. চার

সঠিক উত্তর : গ

৯। এক-এর সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা

গ. পরিমাণ ঘ. সংখ্যা

সঠিক উত্তর : খ

১০। ‘এক’ ব্যতীত অন্য কোনো সংখ্যাবাচক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা

গ. সুনির্দিষ্টতা ঘ. সংখ্যা

সঠিক উত্তর : ক

১১। ‘নির্দিষ্টতা’ বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?

ক. এক খ. গোটা

গ. টাক ঘ. টি

সঠিক উত্তর : ঘ

১২। নির্দিষ্ট করে বোঝায় কোন শব্দ বা শব্দাংশটি?

ক) গণ

খ) রা

গ) এর

ঘ) টি

সঠিক উত্তর : ঘ

১৩। নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার-

ক. জামাটি লাল

খ. গানটি শুনেছি

গ. বিকালটা সুন্দর

ঘ. পড়াটা ভালো লাগে না

সঠিক উত্তর : গ

১৪। ‘ন্যাকামিটা এখন রাখ’- বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

ক. নিরর্থকতা খ. সার্থকতা

গ. দ্ব্যর্থকতা ঘ. ভিন্নার্থকতা

সঠিক উত্তর : ক

১৫। ‘ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা’- এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?

ক. ছুঁয়োটা খ. ওটি

গ. লজ্জাবতী ঘ. লতা

সঠিক উত্তর : খ

১৬। ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক. উৎকৃষ্ট খ. সুনির্দিষ্ট

গ. বিকৃষ্ট ঘ. অস্পষ্ট

সঠিক উত্তর : খ

১৭। বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়-

ক. A-কে খ. An-কে

গ. The-কে ঘ. A, An ও The-কে

সঠিক উত্তর : গ

১৮। রচনাবাচক শব্দের আগে কী বসে?

ক. গোটা খ. খানা

গ. টুকু ঘ. পাটি

সঠিক উত্তর : ক

১৯। অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?

ক. গোটা দুই কমলা আছে

খ. দুখানা কম্বল দরকার

গ. সবটুকু ওষুধই খেয়ে ফেল

ঘ. সেটিই ছিল আমার প্রিয় কলম

সঠিক উত্তর : ক

২০। ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. নির্দিষ্ট অর্থে খ. অনির্দিষ্ট অর্থে

গ. নিরর্থক ঘ. নির্দেশক অর্থে

সঠিক উত্তর : ঘ

২১। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

ক. কেতা খ. টো

গ. গাছি ঘ. গুলিন

সঠিক উত্তর : খ

২২। বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো/কোনটি?

ক. কেতা, পাটি খ. গোটা, টা

গ. খানা, টুকু ঘ. গুলো, গুলি

সঠিক উত্তর : ক

২৩। তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?

ক. নিরর্থকভাবে

খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে

গ. নির্দিষ্টতা জ্ঞাপনে

ঘ. দ্ব্যর্থকতা জ্ঞাপনে

সঠিক উত্তর : গ

২৪। বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?

ক. ন্যাকামিটা এখন রাখ

খ. দশ তা কাগজ দাও

গ. এক যে ছিল রাজা

ঘ. দশটি বছর

সঠিক উত্তর : খ

২৫। ‘ছেলেটা অঙ্কে কাঁচা’- এ বাক্যে ‘টা’ – প্রকাশক।

ক. সমার্থকতা খ. নিরর্থকতা

গ. নির্দিষ্টতা ঘ. অনির্দিষ্টতা

সঠিক উত্তর : গ

২৬। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’- এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করছে?

ক. নিরর্থক ভাব খ. অনির্দিষ্টতা

গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা

সঠিক উত্তর : ক

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments