পাসওয়ার্ড (Password) কাকে বলে? পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা
অনলাইন নেটওয়ার্ক সিস্টেমে বা কোনো ডিভাইসে প্রবেশের সময় ব্যবহারকারীর পরিচয় যাচাই করার জন্য যে বিশেষ বা গোপনীয় শব্দ/বর্ণ, চিহ্ন অক্ষরের সমষ্টি ব্যবহৃত হয় তাকে পাসওয়ার্ড (Password) বলে। আমরা দৈনন্দিন জীবনে যে সকল পাসওয়ার্ড ব্যবহার করি তার গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত জরুরী। নিচে পাসওয়ার্ড রক্ষা করার কৌশল ব্যাখ্যা করা হলো—
i. সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা।
ii. বিভিন্ন ধরনের ছোট এবং বড় হাতের বর্ণ ব্যবহার করা। যেমন– z26a1$a18a1@myeenu1
iii. শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীকের সমন্বয়ে গঠিত জটিল পাসওয়ার্ড ব্যবহার করা।
iv. অনলাইনে পাসওয়ার্ডের শক্তিমাত্রা যাচাই করা। শক্তিমাত্রা কম হলে তা বাড়িয়ে নেওয়া।
v. সাইবার ক্যাফে বা অন্য কোনো প্রতিষ্ঠানে সিস্টেম ব্যবহার করলে আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করা।
vi. lastpass, keepass ইত্যাদি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা।
vii. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা।
পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা
পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা উল্লেখ করা হলো–
১. পাসওয়ার্ড ব্যবহার করে নিজের একাউন্টটি সুরক্ষিত রাখা যায়। তা না হলে যে কেউ সেই আইডিটি ব্যবহার করতে পারে।
২. হ্যাকারদের হাত থেকে বাঁচা যায়।
৩. নিজের অনলাইন পরিচয় গোপন রাখা যায়।
৪. সাইবার অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত হয়।
Tags :
- পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কী কী করা উচিত?
- কোনটি পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি জরুরি কাজ?
- পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?
- ইউনিক পাসওয়ার্ড কি?
- মৌলিক পাসওয়ার্ড কি?
- জটিল পাসওয়ার্ড কি কি থাকে?
- পাসওয়ার্ড ব্যবহারের ৫ টি সুবিধা
- password ki?
- পাসওয়ার্ড জানার উপায় কি?
- পাসওয়ার্ড ভুলে গেছেন?
- আমার পাসওয়ার্ড কি
- ইউনিক পাসওয়ার্ড এর বৈশিষ্ট্য
- ইন্টার পাসওয়ার্ড মানে কি
- তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কী ব্যবস্থা গ্রহণ করবে?
- পাসওয়ার্ড ব্যবহারের কৌশল কী?