আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ কাকে বলে?
আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে? আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে বাধা পেয়ে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন (Reflection of Light) বলে। আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে। সূত্র দুইটি হলো– প্রথম…