তড়িৎ মোটর কাকে বলে? (What is called Electric Motor in Bengali/Bangla?)
যে যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ মোটর (Electric motor) বলে। তড়িৎবাহী তারের উপর চৌম্বকক্ষেত্রকে কাজে লাগিয়ে তড়িৎ মোটর তৈরি করা হয়। বৈদ্যুতিক পাখা, পাম্প, রোলিং মিল, কম্প্রেসর ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।
তড়িৎ মোটর দুই প্রকার। যথা– ১. এসি মোটর (AC Motor) ও ২. ডিসি মোটর (DC Motor)।
ডিসি মোটর এমন একটি মেশিন যার সাহায্যে ডিসি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। ডিসি মোটরের প্রধান দুটি অংশ ফিল্ড ও আর্মেচার। যখন আর্মেচারকে ফিল্ড পোলের দ্বারা উৎপন্ন চৌম্বকক্ষেত্রের মধ্যে বসিয়ে ঘুরানো হয়, তখন ফ্যাডারের ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে পরিবাহিতে ভোল্টেজ আবিষ্ট হয় এবং আর্মেচার সার্কিটটি আবদ্ধ থাকলে তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। যদি আর্মেচার সার্কিটটি বাইরের কোনো বৈদ্যুতিক উৎসের সাথে সংযুক্ত করা হয় তবে আর্মেচার কন্ডাক্টরে একটি যান্ত্রিক বল উৎপন্ন হয়, যা ফ্লেমিংয়ের বামহাতি নিয়ম অনুসারে ঘোরে।
ট্রান্সফরমার ও তড়িৎ মোটরের পার্থক্য কি?
ট্রান্সফরমার ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
ট্রান্সফরমার
- যে যন্ত্রের সাহায্যে সহজেই এসি প্রবাহের উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে।
- তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়।
- বিদ্যুৎ শক্তি প্রেরণ ও বন্টন ব্যবস্থায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়।
তড়িৎ মোটর
- যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে তড়িৎ মোটর বলে।
- তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে তড়িৎ মোটর তৈরি করা হয়।
- বৈদ্যুতিক পাখা, পাম্প প্রভৃতি যন্ত্রে তড়িৎ মোটর ব্যবহার করা হয়।
অনুশীলনী
১। তড়িৎ মোটরের মূলনীতি কী?
উত্তর : তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব।
২। তড়িৎ মোটর কী?
উত্তর : তড়িৎ মোটর হলো এমন একটি যন্ত্র যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
বৈদ্যুতিক পাখায় তড়িৎ মোটর ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : তড়িৎ মোটরে একটি স্থায়ী চুম্বকের মাঝে একটি ঘূর্ণনক্ষম কয়েল প্যাঁচানো আর্মেচার থাকে। উক্ত কয়েলে তড়িৎ প্রবাহিত করলে এতে সৃষ্ট চৌম্বকক্ষেত্র ও স্থায়ী চুম্বকের চৌম্বকক্ষেত্রের মধ্যবর্তী মিথস্ক্রিয়ার ফলে আর্মেচারটি ঘোরে। এ আর্মেচারটিকে একটি শ্যাফটের সাথে সংযুক্ত করলে শ্যাফটিও ঘুরবে, যার সাথে পরবর্তীতে পাখার বাহু যুক্ত বৈদ্যুতিক পাখা তৈরি করা হয়। ফলে উক্ত তড়িৎ মোটরে তড়িৎ প্রবাহিত করলে বৈদ্যুতিক পাখা ঘোরে।
Tags :
- তড়িৎ মোটর কি?
- তড়িৎ মোটরে শক্তির রূপান্তর কোনটি?
- তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?
- তড়িৎ মোক্ষণ কি?