HomeComputerফ্লপি ডিস্ক কি? ফ্লপি ডিস্কের সুবিধা ও অসুবিধা কি?

ফ্লপি ডিস্ক কি? ফ্লপি ডিস্কের সুবিধা ও অসুবিধা কি?

ফ্লপি ডিস্ক কি বা কাকে বলে? (What is called Floppy Disk in Bengali/Bangla?)

অপেক্ষাকৃত কম ধারণক্ষমতাসম্পন্ন চৌম্বকীয় পদার্থের আবরণ লাগানো পাতলা ডিস্ককে ফ্লপি ডিস্ক (Floppy Disk) বলে। Floppy Disk-এর ধারণক্ষমতা সাধারণত ৩৬০ কিলোবাইট থেকে ১.৪৪ মেগাবাইট পর্যন্ত। ১৯৭৩ সালে IBM Company সর্বপ্রথম ফ্লপি ডিস্ক উদ্ভাবন করে। কিন্তু, ফ্লপি ডিস্কের ব্যবহার বর্তমানে এতটাই কমে গেছে যে, এর ব্যবহার নেই বললেই চলে। ধারণ ক্ষমতা ও নির্ভরযোগ্যতা কম হওয়ার কারণে এর ব্যবহার বন্ধ হয়েছে।

 

ফ্লপি ডিস্কের বৈশিষ্ট্য (Characteristics of Floppy Disk)

  • খোলা অবস্থায় একটি ফ্লপি ডিস্ক মিনিটে ৩৬০ বার ঘোরে।
  • ফ্লপি ডিস্ক থেকে কিছু পড়ার সময় চৌম্বক ক্ষেত্র ইলেকট্রিক সংকেতে পরিণত হয়।
  • ফ্লপি ডিস্কে কিছু লেখার সময় ইলেকট্রিক সংকেত ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হয়।
  • ফ্লপি ডিস্কে মেমোরির চেয়ে বেশি তথ্য রাখা যায় এবং প্রয়োজনমতো তথ্য পড়া যায়।
  • এ ডিস্কের তথ্য সহজে মুছে যেতে পারে।
  • এটি কম্পিউটারের বাইরে থাকে এবং এর ধারণক্ষমতা হার্ডডিস্কের তুলনায় অনেক কম।
  • এর এক্সেস টাইম হার্ড ডিস্কের তুলনায় অনেক বেশি।
  • তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব হার্ড ডিস্কের তুলনায় অনেক কম।
  • এটি বইয়ের পাতার মতো বিধায় সহজে নষ্ট হয়ে যায়৷
  • এর মধ্যে বেশিদিন তথ্য সঞ্চিত রাখা যায় না।
  • সামান্য তাপ ও আর্দ্রতায় ফ্লপি ডিস্ক নষ্ট হয়ে যায়।
  • এটি কম গতিসম্পন্ন সঞ্চয় মাধ্যম (Storage Media)।

 

ফ্লপি ডিস্কের ব্যবহার (Use of Floppy Disk)

১. হার্ডডিস্ক হতে ফাইল স্থানান্তর করা : কম্পিউটারের অভ্যন্তরে যে সকল ফাইলগুলো সাধারণত চলাচল করে, সেগুলোর নেটওয়ার্ক বা কমিউনিকেশন হার্ডওয়্যারের সাথে যোগাযোগ থাকে না। উপাত্ত স্থানান্তরের জন্য কম্পিউটারের মাধ্যমে উপাত্তগুলো ফ্লপি ডিস্কে কপি করা যায় এবং প্রয়োজনে এটি প্রথম কম্পিউটার সরঞ্জাম হতে সরানো যায় এবং অন্য কোনো কম্পিউটারের সরঞ্জামে আবার প্রবেশ করানো যায়।

২. নতুন কোনো প্রোগ্রামকে কোনো সিস্টেমের মধ্যে স্থানান্তর করা : যদিও অনেক বড় বড় প্রোগ্রাম সিডি রম ডিভাইসে প্রস্তুতকারীগণ সরবরাহ করে থাকেন তথাপিও অনেক প্রোগ্রাম ডিস্কেটে রাখা হয়। যখন কোনো সফটওয়্যার খুচরা দোকান হতে ক্রয় করা হয় তখন প্রোগ্রামটি কপি করার মাধ্যমে কম্পিউটারের হার্ডডিস্কে স্থানান্তর করতে হয়। ছোট কোনো প্রোগ্রামকে ডিস্কেটের মাধ্যমে রান করানো হলে কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে ফ্লপি ডিস্ক হতে লোড হয়ে যায়।

৩. কোনো উপাত্ত বা প্রোগ্রামকে সহায়তা করা : প্রথম অবস্থায় কোনো উপাত্ত বা প্রোগ্রাম কপির জন্য হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহার করা হয়। সহায়তা করা হচ্ছে কোনো একটি প্রোগ্রাম-এর অবিকল নকল প্রক্রিয়া যেখানে উপাত্ত বা প্রোগ্রামসমূহ নিরাপদে অবস্থান করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহারকারীগণ কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের উপর নির্ভর করে উপাত্তগুলোকে স্টোরেজ করে রাখে যদিও যে কোনো সময়ে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই উপাত্ত হারানোর পরিবর্তে প্রতিটি ব্যবহারকারীই হার্ডডিস্কে উপাত্তের দ্বিতীয় অবিকল নকল তৈরি করে সংরক্ষণ করে থাকে। এ কাজকে বেকআপ বলা হয়। এর একটি সহজ উপায় হলো ডিস্কেটে বা টেপে উপাত্তগুলোর নকল তৈরি বা কপি করে রাখা। কারণ ডিস্কেটের একটি নির্দিষ্ট ধারণক্ষমতা আছে যাতে ছোটাকৃতির অনেকগুলো প্রোগ্রামকে সংরক্ষণ করে রাখা যায়।

 

ফ্লপি ডিস্কের সুবিধাসমূহ (Advantages of Floppy Disk)

  • এটি দামে সস্তা।
  • এটি হালকা ও পাতলা। তাই এটিকে সহজে বহন করা যায়।
  • হার্ড ডিস্কের তথ্য বা প্রোগ্রাম ফ্লপি ডিস্কে কপি করে রাখা যায়।
  • হার্ডডিস্কের প্রোগ্রাম নষ্ট অবস্থায় ফ্লপি ডিস্ক দিয়ে কাজ করা যায়।
  • ফ্লপি ডিস্কের তথ্য ইচ্ছামতো মুছা যায় এবং তা থেকে কপি করা যায়।
  • হার্ডডিস্ক হতে ফাইল স্থানান্তরে ফ্লপি ডিস্ক সাহায্য করে।
  • নতুন কোনো প্রোগ্রামকে কোনো সিস্টেমে স্থানান্তরে ফ্লপি ডিস্কের সুবিধা রয়েছে।

 

ফ্লপি ডিস্কের অসুবিধাসমূহ (Disadvantages of Floppy Disk)

  • ফ্লপি ডিস্ক হালকা ও পাতলা তাই এটি সহজে নষ্ট হয়ে যায়।
  • ফ্লপি ডিস্কের তথ্য ধারণক্ষমতা কম।
  • ফ্লপি ডিস্কে বেশিদিন তথ্য সংরক্ষণ করে রাখা যায় না।
  • ফ্লপি ডিস্কের সহ্য ক্ষমতা কম। স্বাভাবিক থেকে সামান্য বেশি তাপ ও আর্দ্রতায় এটি নষ্ট হয়ে যায়।
  • সমধর্মী বা বিপরীতধর্মী চুম্বকের উপস্থিতিতে এর সকল তথ্য নষ্ট হয়ে যায়।
  • ডিস্কে একটু চাপ দিলেই তা নষ্ট হয়ে যায়।

 

Tags :

  • ফ্লপি ডিস্ক বলতে কি বুঝ?
  • ফ্লপি ডিস্ক এর প্রচলন শুরু হয় কত সালে?
  • ফ্লপি ডিস্ক কত প্রকার ও কি কি?
  • What is floppy disk in Bangla?
  • ফ্লপি ডিস্ক কি বা কাকে বলে?
  • ফ্লপি ডিস্ক এর কাজ কি?
  • ফ্লপি ডিস্ক কি ধরনের ডিভাইস
  • হার্ডডিস্ক ড্রাইভ কি
  • Cd drive এর কাজ কি
  • ফ্লপি ডিস্ক দেখতে কেমন
  • ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments