রোধ কাকে বলে? রোধের একক কি?

রোধ কাকে বলে? (What is called Resistance in Bengali/Bangla?)

পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ (Resistance) বলে।

 

রোধের কারণ বা উৎপত্তি

আমরা জানি, তড়িৎ প্রবাহ মানেই ইলেক্ট্রনের প্রবাহ। কোনো পরিবাহকের দুই প্রান্তে বিভবের পার্থক্য হলে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এই ইলেকট্রন স্রোত পরিবাহকের মধ্য দিয়ে চলার সময় পরিবাহকের অভ্যন্তরস্থ অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয় এবং তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহকের এই বাধা দেয়ার ধর্মই হল রোধ।

 

রোধের একক (Unit of Resistance)

রোধের একক ও’ম (ohm. Ω)

সংজ্ঞা : কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য 1 volt হলে এর মধ্য দিয়ে 1A তড়িৎ প্রবাহিত হলে উক্ত পরিবাহীর পরিবাহার রোধ হবে 1Ω।

 

রোধের সূত্র (Law of Resistance)

কোন পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। রোধের এ নির্ভরশীলতার উপর ভিত্তি করে রোধের তিনটি সূত্র আছে। সূত্রগুলো নিচে বর্ণনা করা হল :

১। দৈর্ঘ্যের সূত্রঃ তাপমাত্রা, উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোন পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ, কোন পরিবাহীর দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং রোধ R হলে সূত্রানুসারে, R ∝ L যখন A ধ্রুবক।

২। প্রস্থচ্ছেদের সূত্রঃ তাপমাত্রা, উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে কোন পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ, কোন পরিবাহীর দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং রোধ R হলে সূত্রানুসারে, R ∝ 1/A যখন L ধ্রুবক।

৩। উপাদানের সূত্রঃ তাপমাত্রা, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে বিভিন্ন পরিবাহীর রোধ বিভিন্ন হয়।

 

রোধের নির্ভরশীলতা

কোনো পরিবাহীর রোধ মোট চারটি বিষয়ের উপর নির্ভর করে। যথা- পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং তাপমাত্রা।

পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে কিন্তু রোধ তাপমাত্রার সমানুপাতিক নয়। আবার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা একই হলেও ভিন্ন উপাদানের পরিবাহীর রোধ ভিন্ন।

 

রোধ সম্পর্কিত আরও কিছু প্রশ্ন ও উত্তর

১। রোধের এস আই একক কি?

উত্তর : রোধের SI একক ওহম (Ω)।

 

Tags :

  • তুল্য রোধ নির্ণয়ের সূত্র কি?
  • আপেক্ষিক রোধের একক কি?
  • তাপীয় রোধের এস আই একক কি?
  • পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে না?
  • আপেক্ষিক রোধের মান কিসের উপর নির্ভর করে?
  • পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে?
  • রোধ কত প্রকার
  • পরিবাহীর রোধ কাকে বলে?
  • তুল্য রোধ কাকে বলে?
  • বর্তনীর তুল্য রোধ নির্ণয়;
  • রোধ ও আপেক্ষিক রোধের পার্থক্য কি?
  • কার্বন রোধক;
  • পরিবর্তী রোধক কেন ব্যবহার করা হয়?
  • রোধের সূত্র কয়টি?
  • স্থির মানের রোধ কাকে বলে

Leave a Comment