HomeBlogরোমান সংখ্যা কি? রোমান সংখ্যা লেখার নিয়ম কি?

রোমান সংখ্যা কি? রোমান সংখ্যা লেখার নিয়ম কি?

রোমান সংখ্যা হল প্রাচীন রোমে উদ্ভূত সংখ্যা পদ্ধতি। পুরো ইউরোপ জুড়ে মধ্যযুগ পর্যন্ত লিখার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হতো। এ সংখ্যার ব্যবহার রোমান সাম্রাজ্যের পতনের পরেও অব্যাহত থাকে। ১৪শ শতাব্দীর পর থেকে, রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সহজ ও সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয়। কিন্তু এই প্রক্রিয়াটি একেবারে শেষ হয়ে যায় নি। বর্তমানেও অনেক ছোটখাটো কাজে এ সংখ্যার ব্যবহার প্রচলিত আছে।

 

রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন

রোমান সংখ্যাগুলো লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। বর্তমান ব্যবহৃত হিসাবে, এ সংখ্যা লিখার ক্ষেত্রে সাতটি চিহ্ন ব্যবহার করা হয়। এর প্রতিটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে। নিম্নে রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন দেওয়া হলো–

  • ১ – |
  • ৫ – V
  • ১০ – X
  • ৫০ – L
  • ১০০ – C
  • ৫০০ – D
  • ১০০০ – 1000

 

রোমান সংখ্যা লেখার নিয়ম

রোমান পদ্ধতি লিখার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত। এগুলো হলো–

  • এ সংখ্যা লিখার ক্ষেত্রে V,L,D কখনও পরপর ব্যবহার করা যায় না।
  • এ সংখ্যায় শুধুমাত্র  I, X, C, M পরপর ব্যবহার করা যায়।
  • এ সংখ্যা লিখার ক্ষেত্রে কোন সংখ্যা ৩ বারের বেশি ব্যবহার করা যায় না।
  • কোন সংখ্যা পরপর বসলে সেগুলো সেই সংখ্যাগুলোর যোগফল। যেমন – III =  (1 + 1 + 1) = 3
  • রোমান পদ্ধতিতে | শুধু V ও XX এর থেকে বিয়োগ হয়।
  • এ সংখ্যা লেখার সময় বড় সংখ্যার চিহ্নর বামপাশে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়ে থাকে। যেমন – |X = (10-1) = 9.
  • এ পদ্ধতিতে কখনও V, L, D কে বিয়োগ করা যায় না।
  • রোমান পদ্ধতিতে XX শুধুমাত্র L,C,M থেকে বিয়োগ হবে।
  • এ পদ্ধতিতে দুটি বড় সংখ্যার চিহ্নের মাঝে ছোট সংখ্যা চিহ্ন থাকলে শেষের বড়ো সংখ্যা থেক বিয়োগ হয়। যেমন – XIV = 10 + (5 – 1) = 10 + 4 = 14
  • এ পদ্ধতিতে বড় সংখ্যার চিহ্নের ডান পাশে ছোট সংখ্যা থাকলে সবসময় যোগ করতে হবে। যেমন – XV = 10 + 5 = 15

 

Tags :

রোমন সংখ্যা কি বা কাকে বলে?; রোমান সংখ্যা m এর মান কত?; রোমান সংখ্যা ১-২০; রোমান সংখ্যা ১-১০০; রোমান সংখ্যা ১-১০০০ পর্যন্ত; What are Roman numbers 1 to 100?;

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR