Tuesday, April 30, 2024
HomePhysicsস্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?

স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?

যে চুম্বকের চুম্বকত্ব স্থায়ী থাকে তাকে স্থায়ী চুম্বক বলে। এ চুম্বক সাধারণত কোবাল্ট, স্টিল, ট্যাংস্টেন প্রভৃতি শংকর স্টিল দিয়ে তৈরি করা যায়।

 

স্থায়ী চুম্বক নির্মাণে ইস্পাত সুবিধাজনক কেন?

ইস্পাতের অনুচুম্বকগুলোর এলোমেলো সজ্জা বা বদ্ধমুখ শৃঙ্খল ভাঙার জন্য শক্তিশালী চুম্বকনক্ষম বলের প্রয়োজন হয়। কিন্তু একবার ভেঙে সারিবদ্ধভাবে রেখায় সাজাতে পারলে চুম্বকনক্ষম বল সরিয়ে নিলেও ঐ পরিবর্তিত সজ্জা মোটামুটি অপরিবর্তিত থাকে। তাই ইস্পাতের চৌম্বকত্ব স্থায়ী হয়। কিন্তু নরম লোহার অণুচুম্বকগুলোর এলোমেলো সজ্জা ভাঙা সহজ বলে এদের চৌম্বকত্ব অস্থায়ী।

 

স্থায়ী চুম্বকের ব্যবহার

  • পরীক্ষাগারে সাধারণত এই চুম্বক ব্যবহার করা হয়।
  • বিভিন্ন বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রে এই চুম্বক ব্যবহৃত হয়।
  • দিক দর্শন যন্ত্রে ব্যবহৃত হয়।
  • ম্যাগনেটোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার সহ কিছু কিছু বৈদ্যুতিক মিটারে ব্যবহৃত হয়।
  • স্থায়ী চুম্বকরণে ডি.সি মোটর, ডি.সি জেনারেটর, ডি.সি মিটার ইত্যাদি প্রস্তুতকরণে ব্যবহৃত হয়।
  • ডাক্তারি কাজে, যেমন- চোখে আটকিয়ে যাওয়া লোহার গুঁড়া উঠানোর জন্য ব্যবহৃত হয়।

 

স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?

স্থায়ী চুম্বক এবং অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

স্থায়ী চুম্বক

  • যে চুম্বকের চুম্বকত্ব স্থায়ী থাকে তাকে স্থায়ী চুম্বক বলে।
  • এর চুম্বকত্ব নিয়ন্ত্রণ করা যায় না।
  • স্থায়ী চুম্বকের আকার ছোট হয়ে থাকে।
  • এটি অস্থায়ী চুম্বকের মতো শক্তিশালী নয়।
  • এর চুম্বক শক্তি পরিবর্তন করা যায় না।
  • এর পোলারিটি পরিবর্তন করা যায় না।

অস্থায়ী চুম্বক

  • যে চুম্বকের চুম্বকত্ব মুহূর্তের মধ্যে হারিয়ে যায় তাকে অস্থায়ী চুম্বক বলে।
  • এর চুম্বকত্ব নিয়ন্ত্রণ করা যায়।
  • অস্থায়ী চুম্বকের আকার ছোট বড় সব ধরনের হতে পারে।
  • এটি স্থায়ী চুম্বকের চাইতে অধিক শক্তিশালী।
  • এর চুম্বকত্ব শক্তি পরিবর্তন করা যায়।
  • এর পোলারিটি পরিবর্তন করা যায়।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments