HomePhysicsস্টপ ওয়াচ কি? স্টপওয়াচ কী কী কাজে ব্যবহার করা হয়?

স্টপ ওয়াচ কি? স্টপওয়াচ কী কী কাজে ব্যবহার করা হয়?

স্টপ ওয়াচ (Stopwatch) এমন একটি নির্দেশক ঘড়ি, যা সহজে চালানো যায় বা বন্ধ করা যায়। এ ঘড়ি দ্বারা মিনিট, সেকেন্ড এবং এক সেকেন্ডের ১০০ ভাগের এক ভাগ সময়ও পরিমাপ করা যায়। স্টপ ওয়াচে যে কোনাে একটি মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর সময় মাপা বন্ধ করে কতখানি সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায়। মজার ব্যাপার হচ্ছে স্টপ ওয়াচ যত নিখুঁত ভাবে সময় মাপতে পারে আমরা হাত দিয়ে কখনােই তত নিখুঁত ভাবে এটা শুরু করতে পারি না বা থামাতে পারি না।

 

স্টপ ওয়াচের ব্যবহার (Use of Stopwatch)

১. ক্রীড়া প্রতিযোগিতায় এ ঘড়ি ব্যবহার করা হয়।

২. পরীক্ষাগারে নিখুঁত সময় পরিমাপের জন্য এ ঘড়ি ব্যবহার করা হয়।

৩. যে কোন ক্ষেত্রে সূক্ষ্মভাবে সময় পরিমাপ করতে এ ঘড়ি ব্যবহৃত হয়।

 

Tags :

  • স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন?
  • ডিজিটাল স্টপ ওয়াচ কাকে বলে?
  • স্টপ ওয়াচ কখন ব্যবহার করা হয়?
  • ডিজিটাল স্টপওয়াচ কি?
  • স্টপ ওয়াচ এর চাবি পরপর চারবার টিপলে কি হয়?
  • ডিজিটাল স্টপ ওয়াচ
  • স্টপ ওয়াচ এর ব্যবহার;
  • ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর কত প্রকার ও কি কি? (Capacitor in Bengali)
  • ট্রানজিস্টর (Transistor) কাকে বলে? ট্রানজিস্টর কত প্রকার ও কি কি?
  • মসফেট কি? What is MOSFET in Bengali?
  • সমন্বিত বর্তনী বা আইসি কি? What is Integrated circuit in Bengali/Bangla?
  • এনার্জি মিটার (Energy meter) কি? এনার্জি মিটারের প্রকারভেদ।
  • মেগার কি? মেগারের গঠন। What is Megger in Bengali?
  • স্টপ ওয়াচ (Stopwatch) কি? স্টপওয়াচ কী কী কাজে ব্যবহার করা হয়?
  • মাল্টিমিটার কি? মাল্টিমিটার এর গঠন। What is Multimeter in Bengali?
  • এনার্জি মিটার (Energy Meter) কাকে বলে? এনার্জি মিটার কত প্রকার ও কি কি?
  • থার্মিস্টর কি? থার্মিস্টরের প্রকারভেদ। What is Thermistor in Bengali?
  • ডিজিটাল ইনস্ট্রুমেন্ট (Digital instruments) বলতে কি বুঝায়?
  • মডুলেশন ও ডিমডুলেশন কাকে বলে? মডুলেশন ও ডিমডুলেশন এর প্রকারভেদ।
  • ফেজ লিমিটার কি? ফেজ লিমিটার এর কাজ কি?
  • অ্যামপ্লিফায়ার কি? অ্যামপ্লিফায়ার কত প্রকার? What is Amplifier in Bengali?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments