HomePhysicsশব্দের তীব্রতা কাকে বলে? শব্দের তীব্রতার একক কি?

শব্দের তীব্রতা কাকে বলে? শব্দের তীব্রতার একক কি?

শব্দ কোনো মাধ্যমের মধ্যদিয়ে সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, তাকে শব্দের তীব্রতা (Sound intensity) বলে। শব্দের তীব্রতার মান ও দিক উভয়ই বিদ্যমান, তাই এটি একটি সদিক বা ভেক্টর রাশি। শব্দের তীব্রতার মানকে শক্তির এককে পরিমাপ করা হতে পারে, যেমন মাইক্রোজুল/সেকেন্ড/বর্গসেন্টিমিটার। এটিকে ক্ষমতার এককেও পরিমাপ করা হতে পারে, যেমন আন্তর্জাতিক পদ্ধতিতে (এসআই) এর একক ওয়াট/বর্গমিটার (W/m2)। এছাড়া ওয়াট/বর্গসেন্টিমিটার, মাইক্রোওয়াট/বর্গসেন্টিমিটার এককগুলিও প্রচলিত। সাধারণত কোনও শ্রোতার অবস্থানে বাতাসে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। এটি একটি বস্তুনিষ্ঠ ভৌত পরিমাপ, তাই শ্রোতার শ্রবণক্ষমতা নির্বিশেষে এটির পরিমাপ সম্ভব।

শব্দের তীব্রতাকে I দ্বারা প্রকাশ করা হয়।

শব্দের তীব্রতার একক Wm-2।

 

শব্দের তীব্রতাকে একই কম্পাংকের অপর একটি প্রসঙ্গ শব্দের তীব্রতার সাথে তুলনা করা যায়। মানুষের কানে শোনা কোনও শব্দের তীব্রতাকে প্রায়শই ১০০০ হার্জ কম্পাংকের একটি প্রসঙ্গ শব্দের তীব্রতার সাপেক্ষে নির্দেশ করা হয়, যাকে শ্রবণসীমা (threshold of hearing) বলে। শ্রবণসীমার শব্দের তীব্রতার মান হল ১০-১২ ওয়াট/বর্গমিটার। এটি হল একটি স্বাভাবিক কানে শুনতে পাওয়া সবচেয়ে কম তীব্র শব্দ। কানে শোনা প্রদত্ত কোনও শব্দের তীব্রতা I-কে শ্রবণসীমার তীব্রতা Iref দ্বারা ভাগ করে সেটির লগারিদম নিলে বেল এককে (মার্কিন উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলের সম্মানে) শব্দের তীব্রতার স্তর (Sound intensity level) প্রকাশ পায়, অর্থাৎ বেল এককে শব্দের তীব্রতার স্তরের সূত্রটি হল log10(I/Iref) B। অন্য ভাষায় I-এর তীব্রতা যদি Iref-এর দশগুণ হয়, তাহলে সেটির শব্দের তীব্রতার স্তর হবে log10(10) বেল = ১ বেল। ডেসিবেল হল বেলের দশভাগের এক ভাগ। অর্থাৎ শব্দের তীব্রতার স্তরের বেল এককের মানটিকে দশ দিয়ে গুণ দিলে ডেসিবেল এককের মানটি পাওয়া যাবে, যার সূত্র হল 10xlog10(I/Iref) dB। স্বাভাবিক মানুষের কান সর্বনিম্ন মোটামুটি ১ ডেসিবেল (অর্থাৎ ০.১ বেল) সমান শব্দের তীব্রতার হেরফের শনাক্ত করে (কোনও রকমে লক্ষণীয় পার্থক্য Just noticeable difference), তাই বেলের পরিবর্তে ডেসিবেল এককটি ব্যবহার করা হয়। উপরের সমীকরণ থেকে বের করা যায় যে ১ ডেসিবেল পরিবর্তনে শব্দের তীব্রতার ২৬% পরিবর্তন হয়।

সংজ্ঞানুযায়ী শ্রবণসীমাতে শব্দের তীব্রতার স্তরের ডেসিবেল এককে মান হল 10xlog10(Iref/Iref) = 10xlog101 = 10×0 = 0 dB অর্থাৎ শূন্য ডেসিবেল। মানুষের স্বাভাবিক কথোপকথনের শব্দের তীব্রতা হল ১০-৮ ওয়াট/বর্গমিটার। সুতরাং এটির শব্দের তীব্রতার স্তর হল 10xlog10(10-8/10-12) = 40 dB (চল্লিশ ডেসিবেল)।

 

শব্দের তীব্রতা 25 Wm-2 বলতে কি বুঝায়?

শব্দের তীব্রতা 25 Wm-2 বলতে বোঝায় শব্দ বিস্তারের অভিমুখের সাথে লম্বভাবে 1 m2 ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 25 J শব্দ শক্তি প্রবাহিত হয়।

 

Tags :

  • শব্দের তীব্রতার সূত্র কি?
  • শব্দের তীব্রতা কত হলে তা দূষণ ছড়ায়
  • নিঃশ্বাসের শব্দের তীব্রতার মাত্রা কত
  • শব্দের তীব্রতা লেভেল কাকে বলে
  • শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে
  • শব্দের তীব্রতা বলতে কী বোঝো
  • শব্দের তীব্রতার 40 wm-2
  • শব্দের তীব্রতা মাপার যন্ত্রের আবিষ্কারক কে
  • শব্দের তীব্রতা কি?
  • WHO শব্দের নিরাপদ মাত্রা কত?
  • শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?
  • শব্দের তীব্রতা ও বিস্তারের মধ্যে সম্পর্ক কী?
  • সাউন্ড এর একক কি?
  • সব শব্দ শোনা যায় না কেন?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments