ICANN কি? ICANN এর কাজ কি?

১৯৯৮ সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে আইসিএএনএন (ICANN-Internet Corporation for Assigned Names and Numbers)  আত্মপ্রকাশ করে। ICANN-এর কাজ হচ্ছে ইন্টারনেটের টেকনিক্যাল ম্যানেজমেন্ট দেখাশুনা করা।

পূর্বে এই কাজটি সম্পাদন করতো আমেরিকা সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে আন্তর্জাতিকভাবে প্রাইভেট কোম্পানি হিসাবে ICANN ইন্টারনেটের টেকনিক্যাল ব্যবস্থাপনা করছে। যে কোন আগ্রহী কোম্পানি ICANN এর সাথে কাজ করতে পারে। কারণ সারা বিশ্বের বিভিন্ন ইন্টারনেট কমিউনিটির সাথে কাজ করে ICANN।

 

ICANN এর ইতিহাস

আইসিএনএন প্রতিষ্ঠার আগে, ইন্টারনেট প্রোটোকল শনাক্তকারীদের (শীর্ষ স্তরের ডোমেন এবং আইপি ঠিকানা বিতরণ সহ) রেজিস্ট্রি প্রশাসনের আইএএনএ ফাংশনটি জন পোস্টেল নামে একজন কম্পিউটার বিজ্ঞান গবেষক দ্বারা সম্পাদিত হয়েছিল, যিনি প্রথমে আরপানেট তৈরিতে জড়িত ছিলেন, প্রথমে ইউসিএলএ এবং তারপরে ইউএসসি-আইএসআই তে। ১৯৯৭ সালে পোস্টেল কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছিল যে এটি এই গবেষণা কাজের একটি “সাইড টাস্ক” হিসাবে এসেছে।

 

ICANN এর কাজ

  • ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেমের টেকনিক্যাল ম্যানেজমেন্ট রেগুলেট করা
  • IP address স্পেস এলোকেট করা।
  • প্রোটোকল প্যারামিটার এসাইন করা ও
  • রুট সার্ভার সিস্টেম ম্যানেজ করা।

 

Tags :

  • এইচটিএমএল (HTML) পেজে ইমেজ যুক্ত করার নিয়ম কি?
  • হায়ারার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো বলতে কি বুঝায়?
  • ওয়েব হোস্টিং কাকে বলে?
  • ডোমেইন কত প্রকার ও কি কি?
  • স্ট্যাটিক ওয়েবসাইট ও ডায়নামিক ওয়েবসাইটের পার্থক্য কি?
  • ICANN এর পূর্ণরূপ কি?

Leave a Comment