HomeNetworkingপ্রটোকল কি? What is Protocol in Bengali?

প্রটোকল কি? What is Protocol in Bengali?

প্রটোকল (Protocol) হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া একটি সফল কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় না। ভিন্ন ভিন্ন কম্পিউটারকে এক সাথে যুক্ত করে দিতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য আদান-প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করেন তারা আগে থেকেই ঠিক করে নেন, ঠিক কোন ভাষায়, কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রটোকল।

 

ইন্টারনেট সার্ভিস ও প্রটোকলের পার্থক্য কি?

ইন্টারনেট সার্ভিস হচ্ছে অনেকগুলো অপারেশন এর সমষ্টি, যা একটি Layer তার পরবর্তী Layer এ প্রেরণ করে। এ প্রক্রিয়ায় একজন ব্যবহারকারী এর প্রতিনিধি হিসেবে কী কাজ (Operation) প্রস্তুত করছে তা নির্ণয় করে। তবে কাজগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পাদন করে না।

অন্যদিকে প্রটোকল হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি যা দুটি পর্যায়ের মধ্যে অর্থাৎ কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান করে। প্রটোকল ইন্টারনেটের বাস্তবায়ন প্রক্রিয়া বলে দেয়।

 

Tags :

  • নেটওয়ার্ক (Network) কি? নেটওয়ার্কের প্রকারভেদ, প্রয়োজনীয়তা ও অসুবিধা।
  • নেটওয়ার্ক এডাপ্টার কি? (Network adapter in Bengali)
  • হাইব্রিড টপোলজি (Hybrid Topology) কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি?
  • স্টার টপোলজি (Star Topology) কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা কি কি?
  • হাব কি? হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি? What is Hub in Bengali?
  • নেটওয়ার্কিং ডিভাইস কাকে বলে? (Networking device in Bengali)
  • হটস্পট কি? What is Hotspot in Bengali?
  • ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? What is Client server network in Bengali?
  • সুইচ কি? সুইচের সুবিধা ও অসুবিধা। What is Switch in Bengali?
  • মাল্টিকাস্টিং কি? What is Multicasting in Bengali?
  • ডিডব্লিউডিএম (DWDM) এর পূর্ণরূপ কি? DWDM বলতে কি বুঝায়?
  • ইনফ্রারেড কি? ইনফ্রারেড এর অসুবিধা। What is Infrared in Bengali?
  • সিগনাল বলতে কি বুঝায়? What is meant by Signal?
  • পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? What is Personal Area Network in Bengali?
  • রাউটার কি? রাউটারের ব্যবহার, সুবিধা ও অসুবিধা। What is Router in Bengali?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments