HomeBlogট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী?

ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী?

ট্রপোমণ্ডল হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্তর। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সব কিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোপজ বা ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৮ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮-৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

ট্রপোমণ্ডল শব্দটি গ্রীক শব্দ ট্রপোস (অর্থ পরিবর্তন বা ঘূর্ণায়মান) এবং স্পাইরা (অর্থ মন্ডল) থেকে এসেছে।

 

 

ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য (Characteristics of Troposphere)

ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলোঃ

  • ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে, সঙ্গে সঙ্গে কমতে থাকে উষ্ণতা। সাধারণভাবে প্রতি ১,০০০ মিটার উচ্চতায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়।
  • উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়।
  • নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে।
  • ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় শতকরা ৭৫ ভাগ এই স্তর বহন করে।

 

আরো পড়ুনঃ-

১। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

২। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার উদাহরণ ও বৈশিষ্ট্য।

৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali

৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali

৫। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?

৭। পর্বত ও মালভূমির পার্থক্য কি?

৮। বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bengali/Bangla?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR