HomeBlogগুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো কি কি?

ভূত্বকের নিচের স্তরকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল স্তরটি প্রায় ২,৮৮৫ কিলোমিটার পুরু। গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশের শিলা কঠিন ও ভঙ্গুর যা প্রায় ১০০ কিলোমিটার গভীর। গুরুমণ্ডলের কঠিন ঊর্ধ্বাংশের নিচের শিলা আংশিক নরম যা প্রায় ৩০০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। এই স্তরের নাম নমনীয়মণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। গুরুমণ্ডলের নিম্নভাগ (৭০০ – ২,৮৮৫ কি. মি.) আয়রণ অক্সাইড (FeO), ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) এবং সিলিকন ডাই অক্সাইড (SiO2) খনিজ সংমিশ্রণে গঠিত।

 

গুরুমণ্ডলের বৈশিষ্ট্য

গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো–

  • বিস্তৃতি : প্রায় ২৮৮৫ কিলোমিটার।
  • তাপমাত্রা : গুরুমণ্ডলের ১০০ কি.মি. গভীরতায় আনুমানিক তাপমাত্রা ১১০০°-১২০০° সেলসিয়াস ও ৭০০ কি.মি. গভীরতায় তা প্রায় ১৯০০° সেলসিয়াস এবং বহিঃকেন্দ্রমণ্ডলের সীমানায় প্রায় ৩০০০° সেলসিয়াস।
  • গাঠনিক উপাদান : সিলিকন ডাই-অক্সাইড (SiO2), ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) ও আয়রন অক্সাইড (FeO) খনিজ সংমিশ্রণে গঠিত।
  • চাপ : এর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১৪০০ টন।
  • আয়তন শতকরা হার : এ স্তর ভূ-অভ্যন্তরের ৮২.২৫% স্থান দখল করে আছে।

 

ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যে পার্থক্য কি?

ভূত্বক গুরুমন্ডলের পার্থক্য নিম্নরূপ-

১) সংজ্ঞা

  • পৃথিবীর সবচেয়ে বহির্ভাগের কঠিন, হালকা ও পাতলা শিলা দ্বারা গঠিত স্তরটিকে ভূত্বক বলে।
  • ভূত্বকের নীচ থেকে কেন্দ্রমন্ডলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত পৃথিবীর অভ্যন্তর ভাগের অংশকে গুরুমন্ডল বলে।

২) গভীরতা

  • ভূ-ত্বকের গড় পুরুত্ব ২০ কিলোমিটার।
  • গুরুমণ্ডলের গড় পুরুত্ব ২,৮৮৫ কিলোমিটার।

৩) ঘনত্ব

  • ভূত্বকের গড় ঘনত্ব প্রায় 2.7-2.9 গ্রাম/ঘন
  • গুরুমণ্ডলের গড় ঘনত্ব প্রায় 4.6 গ্রাম/ঘনসেমি।

৪) উপাদান

  • ভূত্বক মূলত গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত।
  • গুরুমন্ডল মূলত পেরিডোটাইট জাতীয় শিলা যেমন, অলিভিন, পাইরক্সিন দ্বারা গঠিত।

৫) উপস্তর

  • ভূত্বককে দুটি উপস্তরে ভাগ করা হয়, যথা- মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বক।
  • গুরুমন্ডলকে দুটি স্তরে ভাগ করা হয়, যথা – ঊর্ধ্ব গুরু মন্ডল ও নিম্ন গুরুমন্ডল।

৬) আয়তন ও ভর

  • ভূত্বক পৃথিবীর মোট আয়তন ও ভরের মাত্র 1% দখল করে আছে।
  • গুরুমন্ডল পৃথিবীর মোট আয়তন ও ভরের প্রায় 80% ও 68% অধিকার করে আছে।

৭) খনিজ উপাদান

  • ভূত্বক মূলত সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজের সমন্বয়ে গঠিত।
  • অন্যদিকে গুরুমন্ডলের প্রধান উপাদান হলো লোহা, ম্যাগনেসিয়াম, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি।

 

আরো পড়ুনঃ-

১। ট্রপোমণ্ডল বলতে কি বুঝ? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কী কী? Troposphere in Bengali

২। রূপান্তরিত শিলা কাকে বলে? রূপান্তরিত শিলার উদাহরণ ও বৈশিষ্ট্য।

৩। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের গঠন ও উপাদান কি কি? Atmosphere in Bengali

৪। তাপমণ্ডল কাকে বলে? তাপমণ্ডলের বৈশিষ্ট্য কি কি? Thermosphere in Bengali

৫। শিলামন্ডল কাকে বলে? শিলামন্ডল ও নমনীয় মন্ডললের পার্থক্য কি?

৬। পাললিক শিলা (Sedimentary rock) কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?

৭। পর্বত ও মালভূমির পার্থক্য কি?

৮। বারিমণ্ডল কি? What is Hydrosphere in Bengali/Bangla?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR