অপারেটর (Operator) কাকে বলে

সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন (যেমন, +, -, *, /, <, > ইত্যাদি) ব্যবহৃত হয়, তাকে অপারেটর (Operator) বলে। নিচে বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে আলোচনা করা হলো।

সি ভাষায় অপারেটরকে আট ভাগে ভাগ করা যায়। যথা–

  • অ্যারিথমেটিক অপারেটর (Arithmetic Operator)
  • রিলেশনাল অপারেটর (Relational Operator)
  • লজিক্যাল অপারেটর (Logical Operator)
  • কন্ডিশনাল অপারেটর (Conditional Operator)
  • ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর (Increment and Decrement Operator)
  • স্পেশাল অপারেটর (Special Operator)
  • বিটওয়াইজ অপারেটর (Bitwise Operator)
  • এসাইনমেন্ট অপারেটর (Assignment Operator)

অ্যারিথমেটিক অপারেটর : সি প্রোগ্রামে বিভিন্ন গাণিতিক কাজ (যেমনঃ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি) সম্পন্ন করার জন্য যেসব সিম্বল বা অপারেটর ব্যবহৃত হয় তাদেরকে অ্যারিথমেটিক অপারেটর বলে।

 

Leave a Comment