ফাইল কাকে বলে? ফাইল কত প্রকার ও কি কি?

কম্পিউটারের মেমোরি সহায়ক যন্ত্র যেমন– Hard Disk, Floppy Disk, CD-ROM ইত্যাদিতে পরস্পর সম্পর্কিত তথ্যকে একক হিসেবে বিশেষ নাম দিয়ে একসাথে সেভ করাকে ফাইল (File) বলে। অর্থাৎ ফাইল হচ্ছে কম্পিউটার মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলির লজিক্যাল ইউনিট। মূলত পরস্পর সম্পর্কিত এক বা একাধিক রেকর্ড নিয়ে ফাইল গঠিত হয়। সাধারণত ফাইলের একটি পরিচিতিমূলক নাম থাকে। ফাইল প্রধানত দুই প্রকার। যথা– ১. ডেটা ফাইল (Data File), ২. প্রোগ্রাম ফাইল (Program file)।

  • ডেটা ফাইলঃ যেসব ফাইলে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য বা উপাত্ত সংরক্ষণ করা হয় তাকে ডেটা ফাইল (Data File) বলে। যেমন– MS Word লিখে সংরক্ষণ করলে যে ফাইলটি তৈরি হয় তা একটি ডেটা ফাইল।
  • প্রোগ্রাম ফাইলঃ যেসব ফাইলে সাধারণত প্রোগ্রাম নির্বাহ করতে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় নির্দেশ সংরক্ষিত থাকে, তাকে প্রোগ্রাম ফাইল (program file) বলে। Windows পরিবারের operating system গুলোতে সাধারণত EXE ফাইলগুলো প্রোগ্রাম ফাইল। যেমন– setup exe ইত্যাদি।

 

ডাইনামিক মাস্টার ফাইল কাকে বলে?

যেসব মাস্টার ফাইলের ডেটা মাঝে মাঝে আধুনিকীকরণের দরকার পড়ে তাকে ডাইনামিক মাস্টার ফাইল (Dynamic master file) বলে। এ ফাইলে সাধারণত বিভিন্ন পণ্যের উৎপাদন, বিপণন ইত্যাদি তথ্য থাকে।

 

ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য কি?

ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

ফাইল

  • কম্পিউটারের সহায়ক মেমোরিতে নাম দিয়ে সেভ করা বিষয়/ডকুমেন্টকে ফাইল বলে।
  • ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যায় না।
  • ফাইল হলো তথ্যের আধার।
  • ফাইল দুই প্রকার হয়ে থাকে।
  • কম্পিউটারে কোনো চিঠিপত্র, ডকুমেন্ট টাইপ করে সহায়ক মেমোরিতে ফাইল হিসেবে সংরক্ষণ করা হয়।
  • ফাইলের Extension থাকে যা দেখে ফাইলের ধরন সনাক্ত করা যায়।

ফোল্ডার

  • কোনো ডাইরেক্টরি, যার তত্ত্বাবধানে ফাইল থাকে তাকে ফোল্ডার বলে।
  • ফোল্ডারের মধ্যে ফাইল রাখা যায়।
  • ফোল্ডার হলো ফাইলের আধার।
  • ফোল্ডারের প্রকারভেদ নেই।
  • মনিটরের পর্দার ফাঁকা স্থানে মাউসের ডান বাটনে Click করে ফোল্ডার তৈরি করা হয়।
  • ফোল্ডারের কোনো Extension থাকে না।

 

Tags :

  • কম্পিউটার ফাইল কাকে বলে?
  • ফোল্ডার কাকে বলে?
  • ফাইল কি কত প্রকার?
  • ফাইল ও ফোল্ডার কাকে বলে?
  • ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য কি?
  • Sub folder কাকে বলে?
  • নথি কাকে বলে?
  • ফাইল ম্যানেজমেন্ট কি?
  • সেচ সিডিউলিং কাকে বলে?
  • মাস্টার ফাইল কি?
  • কম্পিউটারে খোলা ফাইল কোথায় থাকে?
  • কম্পিউটার ফোল্ডার কাকে বলে?
  • মাস্টার ফাইল ও ট্রানজেকশন ফাইলের পার্থক্য কি?
  • ইলেকট্রনিক ফাইল কি?;
  • ফাইল ও রেকর্ডের মধ্যে পার্থক্য কি?
  • ফাইল ও ফোল্ডার সম্পর্কে ধারণা;
  • ফাইল ও ফোল্ডার কি?
  • ফোল্ডার বলতে কি বুঝায়?
  • ফাইল কি?
  • ডি ড্রাইভে ফোল্ডার ও ফাইল তৈরী ও কপি করে দেখাও;
  • ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য কি কি?
  • কিভাবে ফাইল তৈরি করা হয়?
  • সাব ফোল্ডার কি?
  • ডিরেক্টরি কী?
  • কোন File Save করলে সাধারণত কোথায় জমা হয়?
  • ফোল্ডারের একটি অসুবিধা লেখ।

Leave a Comment