HomeComputerফ্ল্যাশ মেমোরি কি? ফ্ল্যাশ মেমোরি কত প্রকার?

ফ্ল্যাশ মেমোরি কি? ফ্ল্যাশ মেমোরি কত প্রকার?

ফ্লাশ মেমোরি হল এক ধরনের রম (ROM)। কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই এ মেমোরি থেকে ডাটা পড়তে পারে বা কোন ডাটা পাঠাতে পারে। খুব দ্রুত ডাটা স্থানান্তর করা যায় বলে এ মেমোরির নাম ফ্লাশ মেমোরি। এ মেমোরিকে সাধারণত ইউএসবি (USB) পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করা যায়। বর্তমানে পেন ড্রাইভ হিসেবে এ মেমোরি বহুল ব্যবহৃত হচ্ছে। ফ্লাশ মেমোরিতে যতবার ইচ্ছা ততবার পুরনো ডাটার স্থানে নতুন ডাটা পাঠানো যায় বা লেখা যায়।

 

Flash memory দুই প্রকার হয়- NAND flash এবং NOR flash।

NAND gate ব্যবহার করে NAND flash এবং NOR gate ব্যবহার করে NOR flash তৈরি করা হয়। পেন ড্রাইভ, মেমোরি কার্ড, আইপড, ক্যামেরা, মোবাইল ফোন প্রভৃতিতে Flash memory ব্যবহার করা হয়।

 

Flash memory এর বৈশিষ্ট্য

a) Flash memory অপেক্ষাকৃত স্বল্পমূল্যের একটি Non–volatile মেমোরি।

b) এটি NAND flash এবং NOR flash এই দুই প্রকার হয়।

c) এটি আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।

d) দীর্ঘদিন ধরে Flash memoryতে তথ্য সঞ্চয় করে রাখা সম্ভব।

 

Tags :

  • What is Flash memory?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments