রক্ত কি? রক্তের উপাদান কয়টি ও কি কি?

Blog

রক্ত হলো এক ধরনের লাল বর্ণের, অস্বচ্ছ, আন্তঃকোষীয় তরল যোজক কলা। রক্তের স্বাদ লবণাক্ত এবং ক্ষারীয়। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। মানবদেহে শতকরা ৭ ভাগ রক্ত থাকে (গড়ে মানবদেহে ৫-৬ লিটার রক্ত থাকে)।

 

রক্তের উপাদান কয়টি ও কি কি?

রক্তের প্রধান উপাদান হলো দুটি। যথা– (১) রক্তরস ও (২) রক্তকণিকা।

রক্তরস : রক্তরস হলো রক্তের তরল অংশ। সাধারণত রক্তের শতকরা ৫৫ ভাগ রক্তরস। রক্তরসের প্রায় ৯০% পানি, বাকি ১০% বিভিন্ন রকমের জৈব ও অজৈব দ্রবীভূত অবস্থায় থাকে। অজৈব পদার্থগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস রয়েছে।

রক্তকণিকা : রক্তে তিন ধরনের রক্তকণিকা থাকে। যথা– i. লোহিত রক্তকণিকা, ii. শ্বেত রক্তকণিকা ও iii. অণুচক্রিকা।

 

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তর

১। রক্তকে কেন যৌগ বলা হয়?

উত্তর : রক্ত এক ধরনের যৌগ। কারণ রক্তে কোষীয় উপাদান অপেক্ষা ধাত্র বা হায়ালোপ্লাজম (জৈব ও অজৈব উপাদান) এর পরিমাণ বেশি। রক্ত এই ধাত্রের সাহায্যে দেহের বিভিন্ন কলা, অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ সাধন করে। এজন্য রক্ত এক ধরনের যৌগ।

২। রক্ত মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কেন?

উত্তর : রক্ত দেহের নানান ধরনের কাজ করে। রক্ত সারা দেহে অক্সিজেন সরবরাহ করে। দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে, দেহকোষে খাদ্যসার পরিবহন করে, দেহে তাপের সমতা রক্ষা করে, দেহের সব ধরনের দূষিত ও বর্জ্য পদার্থ বহন ও নিষ্কাশন করে সারা দেহে প্রয়োজনীয় হরমোন পরিবহন করে। রক্তের শ্বেত কণিকা জীবাণু ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে। এসকল কাজের জন্যই রক্ত মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।

 

Tags :

  • রক্তের উপাদান কয়টি ও কি কি?
  • রক্তকে তরল যোজক কলা বলা হয় কেন?;
  • রক্ত কণিকা সমূহ কি কি
  • রক্তের উপাদানের চিত্র
  • রক্তের চারটি কাজ কি কি
  • রক্তের জীবাণুনাশক উপাদান কি
  • রক্তের প্রধান উপাদান কয়টি
  • রক্তের উপাদান কয়টি ও কী কী?
  • সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ কত?
  • রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে কি বলে?
  • অনুচক্রিকার কাজ কি কি?
  • রক্তের উপাদান গুলি ছকের সাহায্যে দেখাও
  • লোহিত রক্ত কণিকা বেড়ে গেলে কি হয়
  • রক্তের শ্রেণীবিভাগ
  • লোহিত রক্ত কণিকার কাজ কি
  • রক্তের উপাদান নয় কোনটি
  • মানুষের শরীরে রক্তের পরিমাণ কত
  • রক্তের প্লাজমা কি
  • রক্ত কিভাবে তৈরি হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *