HomePhysicsওহম কি? ওহম কিসের একক?

ওহম কি? ওহম কিসের একক?

ওহম (ohm) বা ও’ম হল রোধের SI বা আন্তর্জাতিক পদ্ধতির একক। কোন পরিবাহীর দু’প্রান্তে এক ভোল্ট বিভব পার্থক্যের কারণে সেই পরিবাহীর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয়, সে বাধাকে এক ওহম বলে।

বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জর্জ সায়মন ও’মের নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে।

বাস্তবক্ষেত্রে তড়িৎ ও ইলেকট্রনিক্সের জগতে শুধু ওহমই নয়, ওহমের বেশকিছু গুনিতকও ব্যবহৃত হয়। যেমন মিলিওহম, কিলোওহম, মেগাওহম, গিগাওহম ইত্যাদি।

★ রোধের মান যদি এক হাজার ওহমের সমান বা অতিক্রম করে তাহলে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ততো কিলো ওহমের রোধ বলা হয়। যেমনঃ

১০০০ ওহম = ১ কিলো ওহম।

৫৬০০০০ ওহম = ৫৬০০০০÷১০০০ = ৫৬০ ওহম।

★ রোধের মান যদি এক হাজার কিলো ওহম এর সমান বা অতিক্রম করে তবে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ততো মেগা ওহমের রোধ বলা হয়। যেমনঃ

১০০০০০০ ওহম = ১০০০০০০÷১০০০ = ১০০০

১০০০÷১০০০ = ১ মেগা ওহম (১০০০ কিলো ওহম)

৯৫০০০০০ ওহম = ৯৫০০০০০÷১০০০ = ৯৫০০

৯৫০০÷১০০০ = ৯.৫ মেগা ওহম।

★ রোধের মান যদি এক হাজার মেগা ওহমের সমান বা অতিক্রম করে তবে তাকে এক হাজার দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ততো গিগা ওহমের রোধ বলা হয়। যেমনঃ

১০০০০০০০০০ ওহম = ১০০০০০০০০০÷১০০০ = ১০০০০০০

১০০০০০০÷১০০০ = ১০০০ ১০০০÷১০০০ = ১ গিগা ওহম (১০০০ মেগা ওহম)

৫৪৬০০০০০০০ ওহম = ৫৪৬০০০০০০০÷১০০০ = ৫৪৬০০০০

৫৪৬০০০০÷১০০০ = ৫৪৬০ ৫৪৬০÷১০০০ = ৫.৪৬ গিগা ওহম।

 

তড়িৎ পরিবাহিতার এবং এডমিট্যান্সের এস আই একক হচ্ছে সিমেন্স (চিহ্ন: S)। এই সিমেন্সকে মো বলেও ডাকা হয়। মো হচ্ছে আসলে ইংরেজিতে ওহমকে বিপরীতক্রমে লিখে পাওয়া শব্দ (ohm → mho)। এর এককও ওহমের এককের বিপরীত – ℧।

 

 

Tags :

  • ওহমের সূত্র
  • তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র
  • ১ কিলো ওহম সমান কত ওহম
  • ওহমের চিহ্ন
  • ওহমের সূত্রটি বিবৃত কর।
  • ওহমের সূত্রের স্বাধীন চলক কোনটি
  • রোধের একক কি
  • ওহমের সূত্রের লেখচিত্র
  • ওহমের সূত্রে কোনটি স্থির থাকে
  • ওহমের সূত্রের ব্যাখ্যা
  • ওহম এর কাজ কি
  • ১ মেগা ওহম কত ওহম
  • ও ম
  • ওম সূত্রের সীমাবদ্ধতা
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR