HomeBlogগার্মেন্টস শিল্পের বেসিক প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস শিল্পের বেসিক প্রশ্ন ও উত্তর

১. গার্মেন্টস শব্দের অর্থ কি?

উত্তরঃ পোশাক বা অ্যাপারেল।

 

২. বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরীর নাম কি এবং কত সালে চালু হয়?

উত্তরঃ রিয়াজ গার্মেন্টস, ১৯৬০ সালে ঢাকার উর্দু রোডে।

 

৩. ক্লদিং টেকনোলোজির সংজ্ঞা দাও।

উত্তরঃ পোশাকের সাথে সম্পর্কযুক্ত যে কোন প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার এবং তদসম্পর্কিত যাবতীয় কলাকৌশলকেই ক্লদিং টেকনোলোজি বা পোশাক প্রযুক্তি বলে।

 

৪. বাংলাদেশ মোট আয়ের শতকরা কত ভাগ পোশাক রপ্তানি করে অর্জন করে?

উত্তরঃ প্রায় শতকরা 84% ভাগ।

 

৫. গার্মেন্টস শিল্পে মহিলা শ্রমিকের সংখ্যা কত?

উত্তরঃ প্রায় শতকরা 80 তো 90% ভাগই নারী শ্রমিক।

 

৬. বিশ্ব বাজারে এবং বাংলাদেশে গার্মেন্টস ক্যাটাগরির সংখ্যা কত?

উত্তরঃ বিশ্ব বাজারে মোট ১২৫ টি এবং বাংলাদেশ আমেরিকায় ২০ টি ক্যাটাগরি পোশাক সরবরাহ করে।

 

৭. গার্মেন্টস উৎপাদন প্রণালীর বিভিন্ন ধাপ বা সেকশনের নাম লিখ।

উত্তরঃ কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন ইত্যাদি।

 

৮. কাটিং সেকশনের কাজ কি?

উত্তরঃ প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটাই হল কাটিং সেকশনের কাজ।

 

৯. সুইং সেকশনের কাজ কি?

উত্তরঃ কাটিং সেকশন থেকে খিন্ডিত কাপড়কে সেলাই মেশি সাহায্যে সেলাই করাই হল সুইং সেকশনের কাজ।

 

১০. ফিনিশিং সেকশনের কাজ কি?

উত্তরঃ সুইং সেকশন হতে সংগৃহীত কাপড়কে অর্ডার অনুযায়ী ফিনিশিং ম্যাটারিয়ালস প্রয়োগ, আয়রনিং, ফোল্ডিং, প্যাকিং এবং কার্টুন করে রপ্তানিযোগ্য করাই হল ফিনিশিং সেকশনের কাজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR