HomePhysicsটর্ক কাকে বলে? টর্কের একক কি? টর্কের অপর নাম কি?

টর্ক কাকে বলে? টর্কের একক কি? টর্কের অপর নাম কি?

আসসালামু আলাইকুম, আজকে আমরা আলোচনা করবো পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয় টর্ক নিয়ে। চলুন জেনে নেয় টর্ক কি বা কাকে বলে?; টর্কের একক কি?;

 

টর্ক কি বা কাকে বলে? (What is called Torque in Bengali/Bangla?)

চলন গতিতে রৈখিক ত্বরণের সাথে যেমন বল সংশ্লিষ্ট ঘূর্ণন গতিতে তেমনি কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি হলাে টর্ক বা বলের ভ্রামক। কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি যে বল নয়, তা আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকেই দেখতে পারি। কোনাে দরজার উপর প্রযুক্ত বল বিভিন্ন কৌণিক ত্বরণ সৃষ্টি করতে পারে— এটি নির্ভর করে বল কোথায় প্রয়ােগ করা হয়েছে আর কোনদিকে প্রয়ােগ করা হয়েছে তার উপর। দরজার কবজার উপর সরাসরি প্রযুক্ত বল কোনাে কৌণিক ত্বরণই সৃষ্টি করে না, আবার সেই একই মানের বল যদি দরজার বাইরের প্রান্তে দরজার সাথে লম্বভাবে প্রয়ােগ করা হয়, তাহলে সর্বোচ্চ কৌণিক ত্বরণ সৃষ্টি করে থাকে। সুতরাং দরজার এই ঘূর্ণন প্রক্রিয়া নির্ভর করে প্রযুক্ত বলের মান, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়ােগ বিন্দুর দূরত্ব আর কত কোণে বল প্রয়ােগ করা হয়েছে তার উপর। এই সকল রাশি মিলিয়ে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা যে রাশির সংজ্ঞা দেই তাই হচ্ছে টর্ক। টর্ক হচ্ছে একটি বলের ঘূর্ণন সৃষ্টি করার সামর্থ্যের একটি পরিমাপ।

সংজ্ঞা: কোনাে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনাে কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে।

টর্ককে সাধারণত গ্রিক অক্ষর τ (টাউ) দ্বারা সূচিত করা হয়। তবে যখন এটিকে ভ্রামক বা বলের ভ্রামক হিসেবে বর্ণনা করা হয় তখন এটিকে M দ্বারা সূচিত করা হয়ে থাকে।

টর্কের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করেঃ প্রযুক্ত বল (F), ব্যসার্ধ ভেক্টর (r) এবং বলের দিক ও ব্যসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ (θ)।

 

টর্কের এসআই একক কি? (What is si unit of torque?)

টর্কের এসআই একক হলো– Nm।

 

Tags :

  • টর্কের মাত্রা সমীকরণ কি?
  • টর্ক এর অপর নাম কি?
  • টর্ক কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
  • টর্ক কি কি বিষয়ের ওপর নির্ভর করে?
  • টর্কের সংজ্ঞা কী?
  • টর্ক এর কাজ কী
  • দ্বন্দ্বের ভ্রামক কি
  • তর্ক কাকে বলে
  • বলের ভ্রামক কাকে বলে
  • টর্ক কি রাশি?
  • টর্ক কি ধরনের ভেক্টর?
  • টর্ক কি দিয়ে মাপা হয়?
  • টর্ক কোন ধরনের রাশি ব্যাখ্যা কর।
  • টর্ক ও বলের মধ্যে পার্থক্য কি
  • বলের ভ্রামক এর একক
  • মটরের টর্ক কি
  • টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কী?
  • কোনো বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক কখন শূন্য হয়?
  • টর্কের একক জুল
  • বলের ভ্রামকের সূত্র
  • দ্বন্দ্বের ভ্রামক এর মাত্রা
  • কৌণিক ভরবেগ কি রাশি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR