HomePhysicsসুরযুক্ত শব্দ কাকে বলে? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি?

সুরযুক্ত শব্দ কাকে বলে? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি?

শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। গিটার, বেহালা, বাশের বাঁশি প্রভৃতি বাদ্যযন্ত্রের শব্দ সুরযুক্ত শব্দ।

সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। যেমন– i. প্রাবল্য বা তীব্রতা; ii. তীক্ষ্ণতা এবং iii. গুণ বা জাতি।

 

i. প্রাবল্য বা তীব্রতা

প্রাবল্য বা তীব্রতা বলতে শব্দ কতটা জোরে হচ্ছে তা বুঝায়। শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। SI পদ্ধতিতে শব্দের তীব্রতার একক।

প্রাবল্য বা তীব্রতা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করেঃ –

(ক) স্বনকের আকারঃ স্বনকের আকার যত বড়াে হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে।

(খ) শ্রোতার দূরত্বঃ উৎস থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হবে শব্দের প্রাবল্য তত কম হবে।

(গ) মাধ্যমের ঘনত্বঃ শব্দ যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে তার ঘনত্ব যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে।

(ঘ) মাধ্যমের গতিঃ শব্দের গতি মাধ্যমের গতি অভিমুখে হলে শব্দের প্রাবল্য বেশি হবে।

(ঙ) অনুনাদী বস্তুর উপস্থিতিঃ শব্দের উৎসের কাছে অনুনাদী বস্তু থাকলে স্বনক দ্বারা সৃষ্ট শব্দের প্রাবল্য বাড়ে।

 

ii. তীক্ষ্ণতা

সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং চড়া সুরের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে তীক্ষ্ণতা বা পীচ বলে। তীক্ষ্ণতা উৎসের কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক যত বেশি হয়, সুর তত চড়া হয় এবং তীক্ষ্ণতা বা পীচ ততো বেশি হয়।

 

iii. গুণ বা জাতি

সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বুঝা যায় তাকে গুণ বা জাতি বলে।

স্বরের মধ্যে উপস্থিত উপসুর সংখ্যা ও মূলসুর সংখ্যার উপর নির্ভর করে।

 

পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারী এবং শিশুদের গলার স্বর তীক্ষ্ণ কেন?

মানুষের গলার স্বরযন্ত্রে দুটি পর্দা থাকে এদেরকে স্বরতন্ত্রী বলে। ভোকাল কর্ডের কম্পনের দলে মানুষের গলা থেকে শব নির্গত হয়। পুরুষের বয়স বাড়ার সাথে সাথে ভোকাল কর্ড দৃঢ় হয়ে যায় তাই এর কম্পাঙ্ক কমে যায় অপরদিকে নারী এবং শিশুদের ভোকাল কর্ড দৃঢ় থাকে না তাই কম্পাঙ্ক কম হয়। তাই পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারী এবং শিশুদের গলার স্বর তীক্ষ্ণ ।

 

Tags :

  • সুরযুক্ত শব্দ কাকে বলে?
  • সুরযুক্ত শব্দের উদাহরণ দাও।
  • সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি ও কি কি?
  • সুরযুক্ত শব্দ বৈশিষ্ট্য কিসের কিসের উপর নির্ভর করে?
  • শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে
  • শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য গুলি কি কি?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR