শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য কি?

শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ

শক্তি

১. কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

২. শক্তি দ্বারা মোট কাজের হিসাব পাওয়া যায়।

৩. শক্তি পরিমাপের জন্য সময় প্রয়োজন হয় না।

৪. M. K. S পদ্ধতিতে শক্তির একক জুল।

৫. শক্তি = F × S

ক্ষমতা

১. কোন বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।

২. ক্ষমতা দ্বারা একক সময় কাজের হিসাব পাওয়া যায়।

৩. ক্ষমতা পরিমাপের জন্য সময় প্রয়োজন হয়।

৪. M. K. S পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট।

৫. ক্ষমতা, P = কাজ (W)/সময় (t)।

 

এ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তরঃ–

প্রশ্ন-১. শক্তির প্রধান উৎস কী?

উত্তর : শক্তির প্রধান উৎস হলো সূর্য।

প্রশ্ন-২. শক্তির একক কি?

উত্তর : শক্তির একক জুল।

প্রশ্ন-৩. শক্তি ও ক্ষমতার সাথে কোনটির সম্পর্ক রয়েছে?

উত্তর : কাজ।

Leave a Comment