HomeChemistryচামড়া ট্যানিং কাকে বলে? চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?

চামড়া ট্যানিং কাকে বলে? চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?

 

ব্যবহারোপযোগী চামড়া তৈরির জন্য পশুর কাঁচা চামড়াকে প্রক্রিয়াকরণ করাকে চামড়া ট্যানিং বলে। এর ফলে চামড়া টেকসই ও পচনরোধী হয়।

 

চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?

কাঁচা চমড়ায় সম্পৃক্ত লবণ পানি দিয়ে সংরক্ষণ করাকে কিউরিং বলে। চামড়ার প্রোটিন জাতীয় পদার্থ, যেমন– কোলোজেন যাতে ব্যাকটেরিয়া দ্বারা পচে না যায় তার জন্য সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়। এছাড়াও লবণ জীবাণু রোধক।

এজন্য চামড়াকে খনিজ ট্যানিং করার আগে লবণ ও 1.5% H2SO4 এর মিশ্রিত জলীয় দ্রবণে ডুবানো হয়। তখন কোলোজেনের pH কমে যায়। এর ফলে খনিজ ট্যানিং এর এজেন্টসমূহ সহজে চামড়ার ভেতর প্রবেশ করতে পারে।

 

আরো পড়ুনঃ-

১। স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য কি?

২। প্রাইমারি দূষক ও সেকেন্ডারি দূষক কাকে বলে?

৩। গৌণ বায়ুদূষক কাকে বলে?

৪। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?

৫। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।

৬। মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা কাকে বলে?

৭। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ এর সুবিধা ও অসুবিধা কি?

৮। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।

৯। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?

১০। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।

১১। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।

১২। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?

১৩। উভমুখী বিক্রিয়া কাকে বলে? সকল বিক্রিয়াই কি উভমুখী?

১৪। বায়ু দূষক কাকে বলে?

১৫। ন্যানো পার্টিক্যাল (Nanoparticle) কি? ন্যানো পার্টিক্যাল এর বৈশিষ্ট্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR