HomeComputerজয়স্টিক কি? মাউস ও জয়স্টিক এর মধ্যে পার্থক্য কি?

জয়স্টিক কি? মাউস ও জয়স্টিক এর মধ্যে পার্থক্য কি?

জয়স্টিক কি? (What is a Joystick in Bengali/Bangla?)

জয়স্টিক (Joystick) একটি হাতলযুক্ত ইনপুট ডিভাইস (Input device), যার সাহায্যে বিভিন্ন ধরনের কম্পিউটার গেম খেলা হয়ে থাকে। এর হাতল নিয়ন্ত্রণের মাধ্যমে সিপিইউকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। এটি একটি আয়তকার বেসের উপর বসানো থাকে এবং একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এর সাহায্যে কার্সরকে পর্দার উপর ইচ্ছেমতো সরিয়ে খেলায় নিয়ন্ত্রণ আনা হয়।

 

জয়স্টিকের ইতিহাস (History of joystick)

জয়স্টিকসের ইতিহাসটি প্রাচীনতম। জয়স্টিকটি বিশ শতকে প্রথম ফরাসি পাইলট রবার্ট এসানাউল্ট পেল্টেইয়ের দ্বারা নির্মিত হয়েছিল এবং বিদ্যুতচালিত একটি দুটি বোতামের জয়স্টিক প্রথম ১৯৪৪ সালে জার্মানিতে তৈরি হয়েছিল।

 

জয়স্টিকের ব্যবহার (Use of Joystick)

জয়স্টিক প্রায়শই ভিডিও গেম নিয়ন্ত্রণ ও পরিচালনায় ব্যবহৃত হয় এবং সাধারণত এক বা একাধিক চাপ দেয়া যায় এমন বাটন হিসেবে থাকে। এই সব বাটনে চাপ দিলে কি ফলাফল হবে তা কম্পিউটার বুঝতে পারে। এই জয়স্টিকের অন্য একটি জনপ্রিয় রূপ হল আধুনিক ভিডিও গেম কনসোলে ব্যবহৃত এ্যানালগ স্টিক। জয়স্টিক অনেক যন্ত্রে ব্যবহৃত হয় যেমন ক্রেন, ট্রাক, জলের তলার মানুষবিহিন যানবাহন, হুইলচেয়ার, নিরাপত্তা ক্যামেরা এবং ঘাস কাটার যন্ত্র ইত্যাদি। মোবাইল ফোনে জয়স্টিকের ক্ষুদ্রতম সংস্করন দেখা যায়।

 

মাউস ও জয়স্টিক এর মধ্যে পার্থক্য কি? (What is difference between Mouse and Joystick?)

মাউস (Mouse)

  • মাউস হলো একাধিক বাটন বিশিষ্ট ইনপুট ডিভাইস।
  • মাউস হতে কম্পিউটারে নির্দেশ পাঠানোর জন্য মাউসের বাটন ব্যবহার করা হয়।
  • মাউস তিন ধরনের। ১. এক বাটন বিশিষ্ট মাউস, ২. দুই বাটন বিশিষ্ট মাউস, ৩. তিন বাটন বিশিষ্ট মাউস।
  • সাধারন মাউস একটি ট্র্যাকবলের ওপর স্থাপন করা থাকে।

জয়স্টিক (Joystick)

  • জয়স্টিক হলো একটি হাতলযুক্ত ইনপুট ডিভাইস।
  • জয়স্টিকের হাতল নিয়ন্ত্রণের মাধ্যমে কম্পিউটারে নির্দেশ পাঠানো হয়।
  • জয়স্টিক দু’ধরনের। যথা – (ক) অ্যানালগ, (খ) ডিজিটাল।
  • জয়স্টিক গোলক আকৃতির বলের উপর স্থাপন করা থাকে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR