HomeICTডিজিটাল ফার্ম (Digital Farm) কি?

ডিজিটাল ফার্ম (Digital Farm) কি?

ডিজিটাল ফার্ম (Digital Farm) হলো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে সকল ব্যবসায়িক কার্যাবলি ডিজিটাল তথা তথ্য প্রযুক্তির মাধ্যমে হয়ে থাকে। এতে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে কর্মচারি, কাস্টমার, সাপ্লাইয়ার এবং বাহিরের অন্যান্য পার্টনারদের মধ্যে রিলেশনশীপ তৈরি করে। ডিজিটাল নেটওয়ার্কসমূহ এন্টারপ্রাইজ ক্লাস টেকনোলজি প্লাটফর্ম দ্বারা সমর্থিত যা কোন প্রতিষ্ঠানের মধ্যকার জটিল ব্যবসায়িক ফাংশন এবং সার্ভিস সুবিধা দিয়ে থাকে। এ টেকনোলজির কয়েকটি প্লাটফর্ম এর উদাহরণ হলো–

  • কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট (Customer Relationship Management-CRM)
  • সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (Supply Chain Management-SCM)
  • এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (Enterprise Resource Planning-ERP)
  • নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Knowledge Management System-KMS)
  • এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট (Enterprise Content Management-ECM)
  • ওয়্যারহাইজ ম্যানেজমেন্ট সিস্টেম (Warehouse Managetient System-WMS)

ডিজিটাল ফার্ম হলো টাইম শিফটিং এবং স্পেস শিফটিং। টাইম শিফটিং হলো নির্ধারিত কোন সময় (সকাল ৯ – বিকাল ৫ টা) ছাড়াই দিনের ২৪ ঘণ্টাই কাজ করার সুযোগ এবং স্পেস শিফটিং হলো সীমানাবিহীন বিশ্বব্যাপি কার্য এরিয়াকে বুঝায়। ডিজিটাল নেটওয়ার্ক এবং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ডিজিটাল ফার্ম বিজনেস সার্ভিস এবং কার্যক্রম অনবরত এবং দক্ষতার সাথে প্রদান করতে পারে। ডিজিটাল ফার্মের কার্য প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের জন্য বেশি দক্ষ এবং উৎপাদনশীল ব্যবস্থাপনার জন্য শক্তিশালী তথ্য পদ্ধতিসমূহ (dynamic information systems) তৈরি করে। এটি যেসব ব্যবসায়িক সুবিধাদি প্রদান করে তাহলো–

  • অনবরত ব্যবসা পরিচালনা (Operate business continuously – “Time Slhifting”)
  • গ্লোবাল ওয়ার্কপেসে ব্যবসা পরিচালনা (Operate business in a global workplace – “Space Shifting”)
  • মার্কেট চাহিদার উপর ভিত্তি করে ব্যবসায়িক কৌশল প্রণয়ন (Adapt business strategies to meet market demands )
  • কারিগরী বিনিয়োগ হতে বিজনেস ভেলু তৈরি (Create business value from technology investments)
  • ইনভেন্টরি এবং সাপ্লাই চেইন এর দক্ষতার উৎকর্ষসাধন (Drive efficiency improvemerits in inventoly and supply chain)
  • কাস্টমার রিলেশনশীপ ম্যানেজমেন্টকে বৃদ্ধি করে (Enhance the management of customer relationships)
  • প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা বাড়ায় (Improve organizational productivity)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR