HomeComputerপেন ড্রাইভ কি? পেন ড্রাইভ এর সুবিধা কি? What is Pendrive?

পেন ড্রাইভ কি? পেন ড্রাইভ এর সুবিধা কি? What is Pendrive?

পেনড্রাইভ হচ্ছে একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত অডিও, ভিডিও, সফটওয়্যার এবং ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আদান-প্রদান করা যায়। এটি ফ্লাশ ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ নামে পরিচিত।

 

পেন ড্রাইভের সুবিধা

  • এগুলো সহজে বহনযোগ্য। যেকোনো স্থানেই বয়ে নেওয়া যায়।
  • ইউএসবি ইন্টারফেস থাকার ফলে প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়।
  • অতি দ্রুত ডাটা কপি বা রিড করা যায়।
  • দেখতে ছোট হলেও এগুলোর ধারণক্ষমতা অনেক বেশি। সর্বোচ্চ ২৫৬ গিগাবাইটের পেন ড্রাইভও বাজারে পাওয়া যায়।
  • ফুল স্পিডে এই ডিস্কগুলো ১২ মেগাবিটস পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করতে পারে।
  • আলাদা কোনো পাওয়ার সাপ্লাইয়েরও প্রয়ােজন হয় না।
  • ডিউরেবল স্টোরেজ হিসেবেও এটি প্রায় ১০ বছর পর্যন্ত ডাটা ধরে রাখতে পারে।
  • উইন্ডােজ, ম্যাক ওএসএক্স কিংবা লিনাক্স সকল প্লাটফর্মেই এটি ব্যবহার করা যায়।

 

পেন ড্রাইভ ব্যবহারে করণীয় কী?

  • পেন ড্রাইভে ডেটা ব্যাকআপ নেয়ার পর এটির ক্যাপ লাগিয়ে সংরক্ষিত স্থানে রাখা উচিত।
  • কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগানোর সময় সতর্কতার সাথে লাগাতে হবে। জোড়ে চাপ দিয়ে লাগালে পেন ড্রাইভের মাথাটি বাঁকা হয়ে যেতে পারে অথবা ভেঙ্গে যেতে পারে।
  • তরল কোন পদার্থ যাতে পেন ড্রাইভে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • ভারী কোন জিনিসের নিচে পেন ড্রাইভ রাখা উচিত নয়।

 

Tags :

  • পেনড্রাইভ কী
  • পেনড্রাইভ মূল্য
  • পেনড্রাইভ এর ব্যবহার
  • পেনড্রাইভ কোনটা ভালো
  • 32 জিবি পেনড্রাইভ এর দাম কত
  • ভালো পেনড্রাইভ চেনার উপায়
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR