HomeComputerসিস্টেম ইউনিট কি? What is System Unit?

সিস্টেম ইউনিট কি? What is System Unit?

সিস্টেম ইউনিট (System Unit) এমন একটি কনসোল বা ধারক যার ভিতর কম্পিউটার প্রসেসিং কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট, প্রসেসর, মেমোরি, স্টোরেজ ও পাওয়ার সাপ্লাই ইউনিট ইত্যাদি যুক্ত থাকে। একে প্রসেসিং ইউনিট (Processing Unit) ও বলা হয়। ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিটের অংশগুলো হলো-

 

সিপিইউ (CPU)

সিপিইউ (CPU- Central Processing Unit)/কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হলো কম্পিউটারের প্রধান অংশ। এটা কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্কস্বরূপ। কারণ মানুষের মস্তিষ্কের সাথে যেমন শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্র সংযুক্ত তেমনি কম্পিউটারের সিপিইউ-এর সাথে এর ইনপুট ও আউটপুট ডিভাইস সংযুক্ত। সিপিইউ প্রাপ্ত তথ্যকে প্রক্রিয়াজাত করে ফলাফল তৈরি করে।

কম্পিউটারের কাজের গতি ও ক্ষমতা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের ওপর নির্ভরশীল। সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা :

১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)

২. গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logical Unit – ALU)

৩. রেজিস্ট্রারসমূহ (Register Set)

  • নিয়ন্ত্রণ অংশ : এই অংশ কম্পিউটারের সব অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে। এই অংশ গাণিতিক অংশ ও রেজিস্টারসমূহের মধ্যে ডাটা আদান-প্রদান তদারক করে এবং গাণিতিক যুক্তি অংশ কী কাজ করবে তার দিকনির্দেশনা দেয়।
  • গাণিতিক যুক্তি অংশ : কম্পিউটারের এই অংশ বিভিন্ন ধরনের নির্দেশনা সম্পাদনা করার জন্য মাইক্রো অপারেশন পরিচালনা করে। এই অংশ কম্পিউটারের গাণিতিক ও যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্ত-মূলক কাজ করে থাকে।
  • রেজিস্টার সেট : রেজিস্টার সেট সিপিইউয়ের ভেতর ডাটা প্রক্রিয়াকরণের (Data Analysis) সময় অস্থায়ীভাবে ফলাফল সংরক্ষণ করে। যেমন- ইলেকট্রনিক রেজিস্টার, সাধারণ রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টার, অ্যাড্রেস রেজিস্টার ইত্যাদি।

 

মাইক্রোপ্রসেসর (Microprocessor)

মাইক্রোপ্রসেসর হল একটি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, যা লক্ষ লক্ষ ট্রানজিস্টরকে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি হিসাবে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা CPU হিসাবেও কাজ করে।

 

মাদারবোর্ড  (Motherboard)

মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের কেন্দ্রীয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি (Printed circuit board-PCB)। মাদারবোর্ড বা মেইনবোর্ড একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে সমস্ত কম্পোনেন্টগুলো যুক্ত থাকে।

 

পাওয়ার সাপ্লাই ইউনিট (Power Supply Unit)

পাওয়ার সাপ্লাই ইউনিট জেনারেল পারপাস অল্টারনেটিং কারেন্ট (AC) কে ব্যবহারযোগ্য লাে-ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট বা ভিসি (DC) পাওয়ারে রুপান্তর করে থাকে। কিছু কিছু পাওয়ার সাপ্লাইতে 230V এবং 115V এর মধ্যে পরিবর্তনের জন্য একটি সুইচ থাকে।

 

ইন্টারফেস (Interface)

কম্পিউটারের সাথে ইনপুট-আউটপুট ডিভাইসগুলোর সংযোগের প্রক্রিয়াকে ইন্টারফেস (Interface) বলে। সাধারণত ইন্টারফেস হলো এক ধরনের লজিক সার্কিট যা কোন ডিজিটাল ব্যবস্থায় ইনপুট ও আউটপুট অংশের সাথে যুক্ত থাকে। কয়েকটি ইন্টারফেসের নাম নিচে দেয়া হলো:

১. প্যারালাল ইন্টারফেস (Parallel Interface)

২. সিরিয়াল ইন্টারফেস (Serial Interface)

৩. স্ক্যাজি ইন্টারফেস (SCSI Interface)

৪. ফায়ারওয়্যার ইন্টারফেস (Fireware Interface)

  • ৫. ইউএসবি বা ইউনিভার্সেল সিরিয়াল বাস ইন্টারফেস (USB or Universal Serila Bus Interface)
  • ইন্টারফেসের কাজ :
  • ইনপুট ডিভাইস হতে সিপিইউতে ডেটা পাঠানো ও সিপিইউ থেকে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানো কাজ নিয়ন্ত্রণ করে।
  • সিপিইউ এর গতির সাথে ইনপুট ও আউটপুটের গতিকে সমন্বয় করে।
  • ইন্টারফেস সব পেরিফেরাল ডিভাইসের কাজ নিয়ন্ত্রণ করে।
  • বাহির হতে অনাহুত কোন ডেটার প্রবেশ ও নির্গমন রোধ করে।

 

কার্ড (Card)

সাউন্ড কার্ড, ভিডিওকার্ড, এজিপি বা ভিজিএ কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি।

মেমোরি (রম ও র‌্যাম)

স্টোরেজ ডিভাইস (হার্ডডিস্ক ড্রাইভ, সিডিরম ড্রাইভ, ডিভিডি রম ড্রাইভ ইত্যাদি)।

 

Tags :

  • সিপিইউ কি? (What is the CPU of Computer in Bengali?)
  • সিস্টেম ইউনিটের বিভিন্ন অংশ
  • সিস্টেম ইউনিট পরিচিতি
  • কম্পিউটার সিস্টেম কি
  • সিস্টেম ইউনিটের প্রধান দুইটি ইউনিটের নাম
  • সিস্টেম ইউনিট এর পরিচিতি
  • ডেস্কটপ কম্পিউটারের সিস্টেম ইউনিটের ব্যাখ্যা
  • ইন্টারফেস (Interface) কাকে বলে?
  • ইন্টারফেসের কাজ কি?
  • USB ইন্টারফেস কাকে বলে
  • ইন্টারফেস অর্থ
  • ইন্টারফেস কত প্রকার
  • লুপব্যাক ইন্টারফেস কাকে বলে
  • Dram কাকে বলে
  • Multiuser কাকে বলে
  • ইন্টারফেস এর প্রয়োজনীয়তা
  • জাভা ইন্টারফেস কি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR